বাংলার খবর
দিলীপের বিরুদ্ধে অভিযোগ জানাতে রাজভবনে তৃণমূল

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: সম্প্রতি কলকাতায় এক অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে কুরুচিকর মন্তব্য করেছিলেন বিজেপি সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ। সেই নিয়ে রাজ্যপাল জগদীপ ধনকরের কাছে অভিযোগ জানাতে আজ অর্থাৎ বৃহস্পতিবার দুপুর তিনটে নাগাদ রাজভবনে যাচ্ছে তৃণমূলের প্রতিনিধি দল। ব্রাত্য বসু নেতৃত্বে ৮ সদস্যের এই প্রতিনিধি দলে রয়েছেন দক্ষিণ কলকাতার সাংসদ মালা রায়, বারাসতের সাংসদ কাকলি ঘোষ দস্তিদার,নারী শিশু সমাজকল্যাণ মন্ত্রী শশী পাঁজা, বিধানসভার উপমুখ্যসচেতক তাপস রায়, তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ, সাংসদ সাজদা আহমেদ এবং চৌরঙ্গীর বিধায়ক নয়না বন্দ্যোপাধ্যায়।
গত মঙ্গলবার কলকাতায় এক অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী প্রসঙ্গে অপমানজনক মন্তব্য করেন দিলীপ ঘোষ। মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে দিলীপ ঘোষ বলেন, ‘মমতা বন্দ্যোপাধ্যায় কখনও বলছেন তিনি বাংলার মেয়ে, আবার কখনও বলছেন তিনি গোয়ার মেয়ে।’ তাঁর এই মন্তব্যকে নিয়েই রাজ্যপালের দ্বারস্থ হচ্ছে তৃণমূল। বুধবারই এই নিয়ে চরম ক্ষোভ প্রকাশ করেন অভিষেক বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে কুণাল ঘোষ, বাবুল সুপ্রিয়-সহ তৃণমূলের নেতা-কর্মীরা।
দিলীপ ঘোষের এই মন্তব্যকে তুলে ধরেই টুইটারে পাল্টা আক্রমণ করেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। দিলীপ ঘোষের সেই বক্তব্যের একটি ভিডিও ফুটেজ তুলে ধরে অভিষেক টুইটারে লেখেন, ‘আপত্তিকর! এই ধরনের মন্তব্যকারীদের গ্রেফতার করার সময় এসেছে। দেশের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রীকে নিয়ে বিজেপি নেতারা এভাবে কথা বলেন? লজ্জা বিজেপি।’
দিলীপ ঘোষের এই মন্তব্যের বিরুদ্ধে পাল্টা সুর চড়িয়েছেন বালিগঞ্জের তৃণমূল বিধায়ক বাবুল সুপ্রিয়। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের করা টুইট রিটুইট করে তিনি লিখেছেন, ‘দিলীপ ঘোষ ভারবল ডায়ারিয়ায় ভুগছেন। ওঁর জন্য করুণা হয়। বিজেপিতে থাকাকালীনও বিভিন্ন সময় আমি ওঁর সমালোচনা করেছি। ওঁর মন্তব্যকে প্রশয় দিইনি। উনি সমাজের কলঙ্ক। মহুয়া মৈত্রের মন্তব্যের সঙ্গে সহমত পোষণ করেনি তৃণমূল। বিজেপিরও উচিত এই মন্তব্যের বিরোধিতা করা।’
তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ বলেছেন, ‘দিলীপ ঘোষ মহিলাদের সম্মান করতে জানেন না। এর আগে দেবী দুর্গাকে নিয়ে আপত্তিকর মন্তব্য করেছিলেন তিনি। মমতা বন্দ্যোপাধ্যায় গোটা দেশের মেয়ে। তিনি দেশের রেলমন্ত্রী ছিলেন। তাঁর জনপ্রিয়তা গোটা দেশজুড়েই। দিলীপবাবুর মতো মানুষ তা বুঝবেন না। ওঁর অবিলম্বে মমতা বন্দ্যোপাধ্যায়ের পায়ে হাত দিয়ে ক্ষমা চাওয়া উচিত।’
ওই একই অনুষ্ঠানে দিলীপ ঘোষ অভিযোগ করেছিলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হিন্দু ও ইসলাম ধর্মকেও কলুষিত করছেন। শুধু তাই নয়, হিন্দু ব্রাহ্মণ পরিবার থেকে আসা সত্বেও মুখ্যমন্ত্রীর নামাজ পড়া এবং পেট ভরে খেয়ে ইফতার পার্টিতে যাওয়ার উদাহরণ দিয়েও কটাক্ষ করেন দিলীপ ঘোষ।
জানা গিয়েছে, দিলীপ ঘোষের এই মন্তব্যের ভিডিও রাজ্যপালের হাতে তুলে দেবে তৃণমূলের প্রতিনিধি দল। এর আগে গত ২৮ জুন রাজভবনে গিয়ে শুভেন্দু অধিকারীকে দ্রুত গ্রেফতারের দাবি জানিয়ে এসেছিল তৃণমূলের ৮ সদস্যের প্রতিনিধি দল। সেই প্রতিনিধি দলেরও নেতৃত্বে ছিলেন ব্রাত্য বসু।