দেশের খবর
স্বামী-স্ত্রীর বিবাদে মর্মান্তিক ঘটনা সাগরদিঘীতে

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: মুর্শিদাবাদের সাগরদিঘী ব্লকের কাবিলপুর রঞ্জিতপুরে স্বামী-স্ত্রীর বিবাদে গুরুতর আহত স্ত্রী। মৃত্যু হল স্বামীর! গত ৭ জানুয়ারি, শুক্রবার কলকাতা থেকে রাজমিস্ত্রির কাজ শেষ করে মুর্শিদাবাদে আসেন মুরসালিম। সাগরদিঘীর একই পঞ্চায়েতের মুরসালিমের সঙ্গে রঙ্গিলা বিবির বেশ কয়েক বছর আগেই বিবাহ হয়।
মোরসালিমের স্ত্রী রঙ্গিলা বিবি তাঁর বাবার বাড়িতেই ছিলেন। মুরসালিম কলকাতা থেকে বাড়ি ফেরেন শুক্রবার। আর সেই দিনই রঙ্গিলা বিবিকে নিয়ে যান রঞ্জিতপুর। রবিবার রাত ৯টা নাগাদ স্বামী-স্ত্রীর মধ্যে তুমুল ঝগড়া হলে রঙ্গিলার উপর ধারালো অস্ত্র দিয়ে আঘাত করেন মুরসালিম। ঘটনাস্থলেই গুরুতরভাবে আহত হন রঙ্গিলা। তার কিছুক্ষণ পরে বাড়ি থেকে ১০০ মিটার দূরে আম বাগানে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখা যায় মুরসালিমের দেহ।
ঘটনাস্থলে সাগরদিঘী থানার পুলিশ এসে রঙ্গিলাকে দ্রুত সাগরদিঘী হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে এবং মুরসালিমের দেহ উদ্ধার করে নিয়ে যায়। মোরসালিমের ঘরের মধ্যেই তার ৩ বছরের শিশুকে ঘুমন্ত অবস্থায় দেখা যায়। মোরসালিমের মৃত্যু কী করে হল, তা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। কিছুদিন আগেই সাগরদীঘির ভূপেন্দ্র নগরে ঠিক একইভাবে স্বামী-স্ত্রীর ঝামেলায় একই পরিবারের মা ও তিন সন্তান নদীতে ঝাঁপ দিয়েছিলেন। একের পর এক ঘটে যাওয়া মর্মান্তিক ঘটনা ঘিরে রীতিমত চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে কাবিলপুর এলাকাজুড়ে।