দেশের খবর
বাড়িতে ঢুকে জীবন বাঁচানোর আবেদন রক্তাক্ত গরু পাচারকারীর!

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: ফের সীমান্তে গোরু পাচার! বাংলাদেশ সীমান্ত মেখলিগঞ্জের জামালদহ সংলগ্ন সর্দারপাড়ায় রক্তাক্ত অবস্থায় উদ্ধার হল এক যুবক। যুবকের নাম রবিউল ইসলাম। বাড়ি উছলপুকুরিতে৷ স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রক্তাক্ত অবস্থায় এক বাড়িতে গিয়ে তাঁকে বাঁচানোর আর্জি জানাতে থাকে ওই যুবক।
এরপর ওই বাড়ির লোকজন খবর দেন পুলিশ ও স্থানীয় সিভিক ভলান্টিয়ারদের। জখম অবস্থায় তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। স্থানীয়দেরও দাবি, ওই যুবক গোরু পাচারের সঙ্গে যুক্ত। যদিও যুবকের দাবি অসংলগ্ন। কখনও তিনি দাবি করছেন, গোরু পাচার করতে গিয়ে কৃষকদের ফসল নষ্ট হয়েছে। তাই স্থানীয় বাসিন্দারা তাঁকে মারধর করেছে। আবার কখনও বলছেন, বিএসএফ মারধর করেছে।
তবে সীমান্তে গোরু পাচার করতে যাওয়ার কথা স্বীকার করেছেন তিনি। যদিও এই বিষয়ে এখনও বিএসএফের কোনও বক্তব্য পাওয়া যায়নি। প্রসঙ্গত, উছলপুকুরিতে গত শনিবার পুলিশ ও গোরু ব্যবসায়ীদের মধ্যে রণক্ষেত্র হয়। ১৭জন পুলিশ আহত হন। এরপরও সেখানে গোরু পাচারকারীদের দৌরাত্ম্য কমেনি বলেই মনে করছেন অনেকে।