দেশের খবর
সেফ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচিতে হেলমেট প্রদান বাঁকুড়া জেলা পুলিশের

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: দেশের সঙ্গে রাজ্যেও ঝড়ের গতিতে বাড়ছে করোনার সংক্রমণ। তাই মানুষকে সচেতন করার সঙ্গে সঙ্গে বিনা হেলমেটে যারা মোটর বাইক নিয়ে ঘোরাফেরা করছেন তাঁদের আটকে আজ সচেতন করার সঙ্গে সঙ্গে হাতে হেলমেট তুলে দিলেন বাঁকুড়া সদর থানার আইসি দেবাশীষ পন্ডা, ট্রাফিক ওসি সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা।
বিনা হেলমেটে মোটরবাইক চালকরা এই ধরণের উদ্যোগকে সাধুবাদ জানান। কারণ, হেলমেট যেকোনো মুহূর্তে বিপদের হাত থেকে জীবন রক্ষা করে। হেলমেট অবশ্যই সকলের পরা দরকার। পাশাপাশি এদিন মাস্কবিহীন পথচারী ও ব্যবসায়ীদের বিরুদ্ধেও অভিযান চালাল বাঁকুড়া পুলিশ। পুলিশ দেখেই পড়িমড়ি দৌড় দেন মাস্ক বিহীন পথচারীরা। পথচারীদের পাশাপাশি স্থানীয় ব্যবসায়ীদেরও সতর্ক করা হয়।
মাস্কবিহীন ক্রেতাদের পন্য না দেওয়ার জন্য ব্যবসায়ীদের নির্দেশ দেয় পুলিশ। মাস্কবিহীন দশ জন পথচারী ও ব্যবসায়ীকে আটক করা হয়। পুলিশের অভিযান দেখে সতীঘাট এলাকায় পড়িমড়ি করে দৌড়ে পালিয়ে যেতে দেখা যায় মাস্কবিহীন একাধিক পথচারীকে। করোনার বাড়বাড়ন্ত রুখতে এইভাবেই বাঁকুড়া শহর জুড়ে লাগাতার অভিযান চালানো হবে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।