ভারতে আসতে চলেছে আমেরিকান কোম্পানির নতুন ফিচার্ডের গাড়ি
Connect with us

দেশের খবর

ভারতে আসতে চলেছে আমেরিকান কোম্পানির নতুন ফিচার্ডের গাড়ি

খুব শীঘ্রই ভারতের বাজারে নামতে চলেছে মার্কিন যুক্তরাষ্ট্রের একটি সংস্থা

Dwip Narayan Chakraborty

Published

on

Fisker Ocean
Rate this post

বেঙ্গল এক্সপ্রেস: আজকাল গাড়ি নিয়ে বেরোতেই যেন ভয় লাগছে। কারণ যে হারে পেট্রোল এবং ডিজেলের দাম বাড়ছে তাতে এখনো অব্দি যে কজন গাড়ি চালায় তারাও ধীরে ধীরে ছেড়ে দিয়ে ইলেকট্রনিক গাড়ি কিনবার মনস্থির করেছেন। ইলেকট্রিক ভিয়েকেল নিয়ে ইন্ডিয়াতে অনেক স্টার্টআপ রয়েছে।

 

কিন্তু তারপরও খুব শীঘ্রই ভারতের বাজারে নামতে চলেছে মার্কিন যুক্তরাষ্ট্রের একটি সংস্থা। যতদূর সম্ভব আমেরিকার এক কোম্পানি নাম ফিস্কার ওসেন ( Fisker Ocean)। এই ইলেকট্রিক গাড়ি ভবিষ্যতের টেকনোলজির ওপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। এই ঘরে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো যে সৌরশক্তিকে ব্যবহার করে চালানো যাবে ওসিয়ান ইলেক্ট্রিক এসইউভি। গত বছর ভারতের হায়দ্রাবাদের সদর দপ্তর খুলেছিল ফিসকার ওসিয়ান। খুব অল্প সময়ের মধ্যে বাজারে নামতে চলেছে এই এক্সট্রা অর্ডিনারি ভিয়েকেল। যদিও সেটা সামান্য সংখ্যায়। প্রাথমিক এডিশনের নাম দেওয়া হয়েছে ওসিয়ান এক্সট্রিম বিজ্ঞান ( Ocean extreme vigyan)। এই গাড়িটি সম্ভবত ১০০ ইউনিট ওসিয়ান ইলেকট্রিক এসইউভি এর হয়ে থাকবে।

Advertisement

আরও পড়ুন-বিশ্বের সবথেকে ধনী ব্যক্তি হওয়ার জন্য কে কি ধরনের কাজ করতো আপনি কি জানেন?

আপনি জানলে অবাক হবেন যে, এই গাড়ির গ্লাস রূপে রয়েছে ১২ হাজার সোলার সেল। আর এই গাড়ি একবার ফুল চার্জ করলেই গাড়ি ছুটবে ৭০৭ কিলোমিটার পর্যন্ত। এবং এই গাড়িতে আরো অনেক বিভিন্ন ধরনের নতুন নতুন ফিচার থাকবে। গাড়ির টপস পেক ভেরি থাকবে ১১৩ কিলোওয়াট এর ব্যাটারী প্যাক।

Advertisement
Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.