বিনোদন
অসুস্থতার কারণে হাসপাতালে ভর্তি নায়িকা মৌনি রায়।
সম্প্রতি গুরুতর অসুখের মুখে পড়েছেন তিনি। এই অসুস্থতার জন্য তাকে হসপিটালেও ভর্তি হতে হয়েছে তাকে

বেঙ্গল এক্সপ্রেস: মৌনি রায় কে চিনেন না তেমন মানুষ একবিংশ শতাব্দীতে নেই বললেই চলে। ছোট পর্দায় পরিচিত অভিনেত্রী তিনি। একাধিক জনপ্রিয় ধারাবাহিকে দেখা গিয়েছে মৌনি রয় কে। কিন্তু তিনি সব থেকে জনপ্রিয়তা পেয়েছিলেন এক্তা কাপুর পরিচালিত নাগিন সিরিয়ালের মাধ্যমে। যদিও এখন তিনি ছোট পর্দা ছেড়ে বড় পর্দায় পা রেখেছেন।
“তুম বিন টু”, “কেজিএফ” এর মত বড় বড় মুভিতেও তিনি গানে নাচ করেছেন। এমনকি বেশ কিছুদিন আগেই অয়ন মুখোপাধ্যায় পরিচালিত ব্রহ্মাস্ত্র মুভিতেও তিনি কাজ করেছেন। আর তার কাজে মুগ্ধ হয়েছে দর্শকেরা। তিনি সম্প্রতি বিয়ে করেছেন তবে তার বর ফিল্ম ইন্ডাস্ট্রিতে বিলং করেন না। সবকিছুই তার জীবনে যেন ভালোমতোই চলছিল। তবে সম্প্রতি গুরুতর অসুখের মুখে পড়েছেন তিনি। এই অসুস্থতার জন্য তাকে হসপিটালেও ভর্তি হতে হয়েছে। সেখানে তাকে নয় দিন থাকতে হয়েছে। আর এই খবর সমাজের পাতায় তিনি নিজেই সবার সঙ্গে ভাগ করে নিয়েছেন।
আরও পড়ুন-ভারতে আসতে চলেছে আমেরিকান কোম্পানির নতুন ফিচার্ডের গাড়ি
হাসপাতালে সময় কাটানো তার জন্য সত্যিই অনেক কষ্ট কর ছিল। হাসপাতালের বেডে শুয়ে মৌনি এবং তার হাতে স্যালাইনের চ্যানেল করা। আরেক হাত ধরে রয়েছেন তার খুব কাছের মানুষ। আবার কখনো কখনো তিনি তার নিজস্ব পোষ্টের সান্নিধ্যে রয়েছিলেন আবার অনলাইনে গেম খেলেও সময় কাটিয়েছেন নায়িকা।