বাংলার খবর
শেওড়াফুলিতে নারকেল ফাটিয়ে, ফুলের মালা পরিয়ে ট্রেন বরণ করলেন হকাররা

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: ট্রেনে হকারি করেই ওঁদের দিন চলে। হকারি করেই পরিবারের মুখে খাবার তুলে দেন ওঁরা। করোনা অতিমারীর সময় থেকে ট্রেন বন্ধ হয়ে গেলে কর্মহীন হয়ে পড়েন হকারীর সঙ্গে যুক্ত অসংখ্য মানুষ।
পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলে মাঝে কিছু ট্রেন চালু হলেও হকারদের রোজগারের প্রধান উৎস ছিল লোকাল ট্রেন। ফলে হকারদের অনিশ্চয়তা মেটার কোনও উপায় ছিল না। অবশেষে এই সমস্যার সমাধান হয়েছে। ৫০ শতাংশ যাত্রী নিয়ে রবিবার থেকেই চালু হয়েছে লোকাল ট্রেন। স্বস্তির নিশ্বাস ফেলেছেন লোকাল ট্রেনের হকাররা। লোকাল ট্রেন পরিষেবা স্বাভাবিক হওয়ার এই সিদ্ধান্তে বেজায় খুশি তাঁরা। রবিবার সকালে ট্রেন হুগলির শেওড়াফুলি স্টেশনে ঢোকার আগেই হকারির সঙ্গে যুক্ত মানুষরা ভিড় করতে থাকেন।
ট্রেন ঢোকা মাত্র রীতিমতো নারকেল ফাটিয়ে, ট্রেনে মালা পরীয়ে, ধূপ-ধুনো দিয়ে ট্রেনকে বরণ করেন হকাররা। বেজায় খুশি হকারদের যুক্তি, লোকাল ট্রেন হকারদের রোজগারের উৎস। অনেকদিন ট্রেন বন্ধ থাকায় রোজগার বন্ধ হয়ে গিয়েছিল। লোকাল ট্রেন চালু হওয়ার ফলে আবার তাঁরা রোজগারের সাথে যুক্ত হতে পারবেন। লোকাল ট্রেন যেন সারাজীবন চলে এবং হকারদের রোজগার যেন সারাজীবন বন্ধ না হয়, সেই কামনা করেই তাদের এই আয়োজন বলে জানিয়েছেন তাঁরা।