বাংলার খবর
বর্ধমান-হাওড়া লোকালে ধোঁয়া! আতঙ্ক ছড়াল যাত্রীদের মধ্যে

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: প্রত্যেকদিনের মতো শনিবারও যাত্রী নিয়ে বর্ধমান থেকে হাওড়ার উদ্দশ্যে রওনা দিয়েছিল বর্ধমান-হাওড়া লোকাল ট্রেন। কিন্তু ট্রেন ছাড়ার পরই আচমকা ট্রেনের কামড়ার নিচ থেকে ধোঁয়া বেরোতে থাকে। ধোঁয়া দেখে যাত্রীদের মধ্যে হুড়োহুড়ি পড়ে যায়। আতঙ্ক ছড়িয়ে পড়ে যাত্রীদের মধ্যে।
পাণ্ডুয়া স্টেশনে ট্রেন দাঁড়াতেই যাত্রীরা ট্রেন থেকে নেমে পড়েন। সমস্ত কামড়ার যাত্রীরা ট্রেন থেকে নেমে রীতিমতো হুড়োহুড়ি শুরু করে দেন। দেখা যায় ওই ট্রেনের মহিলা কামরার নিচে থেকে ধোঁয়া বেরোতে থাকে। ছুটে আসেন ট্রেনের গার্ড। প্রায় ২০ মিনিট পর ট্রেনটি আবার হাওড়ার উদ্দশ্যে রওনা দেয়। গার্ডের কথায় ট্রেনে তেমন কোনও যাত্রী নেই। জোরে ব্রেক কসার জন্য ধোঁয়া বেরোতে থাকে। যদিও রেলের তরফ থেকে এই নিয়ে এখনও কিছু জানানো হয়নি।