দেশের খবর
গঙ্গাসাগর মেলা উপলক্ষে অতিরিক্ত ১৫ বিশেষ ট্রেন চালাবে পূর্ব রেল

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: গঙ্গাসাগর মেলা উপলক্ষে ১৫টি বিশেষ ট্রেন চালানোর সিদ্ধান্ত নিল পূর্ব রেল। সবকটি ট্রেনই ছাড়বে শিয়ালদহ থেকে। ১২ জানুয়ারি থেকে ১৭ জানুয়ারি পর্যন্ত এই অতিরিক্ত লোকাল ট্রেনগুলি চালানো হবে। গঙ্গাসাগরের জন্য যে ১২টি অতিরিক্ত ট্রেন চালানো হবে শিয়ালদহ থেকে তার মধ্যে রয়েছে আটটি নামখানা লোকাল।
নামখানা থেকে লক্ষ্মীকান্তপুর যাওয়ার একটি, শিয়ালদহ লক্ষ্মীকান্তপুর লোকাল দু’টি এবং কাকদ্বীপ-শিয়ালদহ লোকাল একটি। ভিড়ের কথা মাথায় রেখেই এই বিশেষ ট্রেন চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে পূর্ব রেলের পক্ষ থেকে জানানো হয়েছে। লক্ষ লক্ষ মানুষের ভিড় হয় এই গঙ্গাসাগর মেলাকে ঘিরে। রাজ্যের তো বটেই, দেশের বিভিন্ন প্রান্ত থেকে সাধুসন্ত ও পুণ্যার্থীরা আসেন।
কোভিডকালে এই মেলা বন্ধ রাখার আর্জি জানিয়ে কলকাতা হাইকোর্টে মামলাও হয়। সেই মামলা আদালতে এখনও বিচারাধীন। কিন্তু আদালত এই মেলা নিয়ে রাজ্যের উপরই আস্থা রেখেছে। অন্যদিকে গঙ্গাসাগর মেলা সরাসরি বন্ধের নির্দেশ দেয়নি রাজ্য সরকার। ইতিমধ্যেই পুণ্যার্থী ও সাধুরা রাজ্যে ভিড় জমাতে শুরু করে দিয়েছেন। সেই কথা মাথায় রেখেই বাড়তি ট্রেন চালানোর সিদ্ধান্ত নিল পূর্ব রেল।