বাংলার খবর
মহারাষ্ট্রে পুরীগামী ট্রেনের প্যান্ট্রি কারে আগুন

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: গান্ধিধাম থেকে পুরী যাচ্ছিল গান্ধিধাম পুরি এক্সপ্রেস (১২৯৯৩)। ট্রেন মহারাষ্ট্রের নান্দুবার স্টেশনে পৌঁছতেই আচমকাই ট্রেনে আগুন দেখতে পান যাত্রীরা এবং নিমেষের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে। যাত্রীদের মধ্যে হুড়োহুড়ি শুরু হয়ে যায়। গোটা নান্দুবার স্টেশন জুড়ে উত্তেজনা সৃষ্টি হয়।
খবর পেয়ে ছুটে আসে দমকলের বিশাল বাহিনী এবং আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা শুরু করে তারা। জানা গিয়েছে, গান্ধিধাম-পুরী এক্সপ্রেসের প্যান্ট্রি কারে আগুন লেগে যায়। ছুটে আসে জিআরপি এবং রেলের বিভিন্ন আধিকারিকরা। তবে যাত্রীদের মধ্যে হুড়োহুড়ি লাগলেও সবাইকে নিরাপদে বাইরে বের করা হয়েছে। কোনও আহত বা নিহতর খবর পাওয়া যায়নি। দমকলের বিশাল বাহিনী সেখানে পৌঁছেছে এবং আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে।
সকাল ১০ টা ৩৫ মিনিটে আগুন লাগে বলে রেল সূত্রে খবর। রেল আধিকারিকদের প্রাথমিক অনুমান, প্যান্ট্রি কারে রান্না হচ্ছিল। তার থেকেই এই আগুন ছড়িয়ে পড়ে। ট্রেনের জানালা দিয়ে হু হু করে ধোঁয়া বেরতে দেখা যায়। তবে কিছুক্ষণ পরই আগুন নিয়ন্ত্রণে আসে। প্যান্ট্রি কার থেকে ট্রেনের বাকি অংশ বিচ্ছিন্ন করা হয়। প্রত্যেক যাত্রী সুরক্ষিত আছেন বলে রেল মন্ত্রকের তরফে জানানো হয়েছে।