দেশের খবর
পয়লা এপ্রিলেই এলপিজি সিলিন্ডারের দাম কমিয়ে দিল সরকার, দেখে নিন আপনার শহরের গ্যাসের দাম
গত পহেলায় মার্চ বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম এক ধাক্কায় ৪০০ টাকা পর্যন্ত বেড়ে গেছিল আবার একই সাথে ৮ মাস পর ঘরোয়া এলপিজি সিলিন্ডারের দাম মাত্র বাড়ানো হয়েছিল ৫০ টাকা।

ডিজিটাল ডেস্ক : এলপিজি গ্যাস সিলিন্ডারের (lpg price reduced) দাম অনেকটাই কমিয়ে দিল সরকার। আগরতলা থেকে আমেদাবাদ এবং দিল্লি থেকে পাটনা পর্যন্ত প্রত্যেক এলপিজি সিলিন্ডারের দাম ৯২ টাকা করে কমে গেছে। আর্থিক বছরে প্রথম দিন অর্থাৎ, পহেলা এপ্রিল থেকেই এই নিয়ম শুরু হচ্ছে। তবে এই নিয়ম শুধু বাণিজ্যিক সিলিন্ডারের গ্রাহকদের জন্য। ঘরোয়া এলপিজি ১৪.২ কেজির সিলিন্ডারে কোনরকম পরিবর্তন ঘটেনি। গত পহেলায় মার্চ বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের (lpg price reduced) দাম এক ধাক্কায় ৪০০ টাকা পর্যন্ত বেড়ে গেছিল আবার একই সাথে ৮ মাস পর ঘরোয়া এলপিজি সিলিন্ডারের দাম মাত্র বাড়ানো হয়েছিল ৫০ টাকা।
আপনাদের সুবিধার্থে জানিয়ে দিচ্ছি যে ২০২৩ পহেলা এপ্রিল থেকে এলপিজি সেন্টারের নতুন দাম, কোথায় কত করে,চলুন দেখে নেওয়া যাক।
শ্রীনগর-১২১৯ টাকা
পাটনা-১২০৫ টাকা
দিল্লি-১১০৩ টাকা
লেহ-১৩৪০ টাকা
আইজল-১২৫৫ টাকা
আহমেদাবাদ-১১১০ টাকা
আন্দামান-১১৭৯ টাকা
ভোপাল-১১১৯ টাকা
মুম্বাই-১১১৩ টাকা
ব্যাঙ্গালোর-১১১৬ টাকা
জয়পুর-১১১৭ টাকা
কন্যাকুমারী-১১৮৭ টাকা
ডিব্রুগড়-১১৪৫ টাকা
সিমলা-১১৪৮ টাকা
রাচি-১১৬১ টাকা
লক্ষ্ণৌ-১১৪১ টাকা
উদয়পুর-১১৩৩ টাকা
ইন্দোর-১১৩১ টাকা
কলকাতা-১১২৯ টাকা
দেরাদুন-১১২২ টাকা
বিশাখাপত্তনম-১১১১ টাকা
চেন্নাই-১১১৯ টাকা
আগ্রা-১১১৬ টাকা
চন্ডীগড়-১১১৩ টাকা