দেশের খবর
আপনার ফোনে কি স্প্যাম কল আসছে ? তাহলে আপনার সিম দু’বছরের জন্য ব্লক হতে চলেছে- বিপদ থেকে দূরে থাকতে TRAI এর নতুন নিয়ম মানুন
গত ফেব্রুয়ারি ২৩ তারিখে ট্রাই এর লোকজন দেশের সমস্ত ধরনের টেলিকম সংস্থাগুলির সাথে মিটিং করেন। আর সেখানে সবার সম্মতি নিয়ে একটি বড় পদক্ষেপ নেওয়া হয়।

ডিজিটাল ডেস্ক : মোবাইল ফোন ব্যবহারের দিক থেকে পৃথিবীর শীর্ষে রয়েছে আমাদের দেশ ভারত বর্ষ। এই দেশে প্রায় সবাই মোবাইল ব্যবহার করে বাচ্চা থেকে শুরু করে বয়স্ক মানুষ অব্দি। সে অনুযায়ী আমাদের দেশে সিমের সংখ্যাও অনেক বেশি। তাছাড়াও এর মধ্যে কিছু কিছু মানুষ দুটি করে সিম কার্ড ব্যবহার করে। সেই জন্য সিম কার্ডের সংখ্যা দিন বা দিন বেড়েই চলেছে। সেই জন্য সিম কার্ড সংক্রান্ত সমস্ত ধরনের নিয়ম আইন নীতি ঠিক করে থাকে TRAI অর্থাৎ টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া।
ইতিমধ্যে তারা এটি সিম কার্ড সম্বন্ধে বড় খবর জানিয়েছেন। সিম উপভোক্তা ও দেশের কথা মাথায় রেখে ট্রায় নতুন নির্দেশ জারি করেছে। জানিয়েছেন যে এই নিয়ম যদি আপনারা না মানেন তাহলে আপনাদের সিম কার্ড দু বছরের জন্য ব্লক হয়ে যাবে। আসলে ঘটনাটি হলো যে, আমাদের দেশে এতই স্প্যামকলের সংখ্যা বেড়ে গিয়েছে যে কেন্দ্র সরকার এই বিষয়ে অনেক বড় করা পদক্ষেপ নিতে বাধ্য হয়েছে।
আরও পড়ুন – যৌন ক্ষমতা বৃদ্ধি করতে যে যে খাবার প্রতিদিন খাওয়া উচিত
গত ফেব্রুয়ারি ২৩ তারিখে ট্রাই এর লোকজন দেশের সমস্ত ধরনের টেলিকম সংস্থাগুলির সাথে মিটিং করেন। আর সেখানে সবার সম্মতি নিয়ে একটি বড় পদক্ষেপ নেওয়া হয়। সেখানে জানানো হয়েছে যে, কোন ব্যক্তি যদি নিজের ব্যক্তিগত নাম্বার ব্যবসার কাজে বা আর্থিক প্রতারণার কাজে ব্যবহার করে তাহলে তার ফোন নম্বর বা সিম কার্ড দু বছরের জন্য ব্লক হয়ে যাবে শুধু তাই না এছাড়াও তার নাম দেয়ার কোনদিনও তিনি সিম কার্ড তুলতে পারবেন না বিভিন্ন কাজে বিভিন্ন ধরনের নাম্বার ব্যবহার করার জন্য, কেন্দ্র সরকার ও ট্রাই দুজনেই নতুন নিয়ম জারি করেছেন।