বাংলার খবর
সরকারি দফতরে চাকরি দেওয়ার নামে লক্ষাধিক টাকার প্রতারণা! গ্রেফতার চিত্র পরিচালক

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: সরকারি দফতরে চাকরি দেওয়ার নাম করে লক্ষাধিক টাকা প্রতারণা। বুধবার ময়ূখ ভবনের সামনে থেকে হাতেনাতে এক চিত্র পরিচালককে গ্রেফতার করল বিধাননগর উত্তর থানার পুলিশ। পুলিশ সূত্রে খবর, গত ৮ তারিখ বিধাননগর উত্তর থানার পুলিশ খবর পায় এক ব্যক্তিকে ঘিরে ময়ূখ ভবনের সামনে বেশকিছু মানুষ বিক্ষোভ দেখাচ্ছেন।
সেই সময় খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বিধাননগর উত্তর থানার পুলিশ। সেখানে পুলিশকে দেখতে পেয়ে হাওড়ার বাসিন্দা কৌস্তুভ চট্টোপাধ্যায় অভিযোগ জানান যে তাঁর সঙ্গে হুগলির শেওড়াফুলির বাসিন্দা সুজয় ভাদুড়ী নামে এক ব্যক্তির সঙ্গে তাঁর পরিচয় হয়। কৌস্তুভের অভিযোগ, সুজয় তাঁকে সেচ দফতরে চাকরি পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে ৫ লক্ষ টাকা নেয়। তবে পরবর্তীতে সুজয় টাকাও ফেরত দেননি এবং চাকরিও দেননি। এই ভাবে আরও ৫ জনের সঙ্গে টাকা নিয়ে প্রতারণা করেছে এই ব্যক্তি। ৮ তারিখ অভিযোগকারী কৌস্তুভ চট্টোপাধ্যায়-সহ ৬ জনকে সল্টলেকের ময়ূখ ভবনের সামনে আসতে বলেন এই সুজয়। সেখানেই তাঁকে ঘিরে ধরে প্রতারিতরা টাকা ফেরতের দাবিতে বিক্ষোভ দেখাচ্ছিলেন।
কৌস্তুভের অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত সুজয় ভাদুড়ীকে ময়ূখ ভবনের সামনে থেকে গ্রেফতার করে বিধাননগর উত্তর থানার পুলিশ। পুলিশ সূত্রে খবর, শেওড়াফুলির বাসিন্দা এই ব্যক্তি সল্টলেকের ‘এ-ই’ ব্লকে অস্থায়ী ভাবে থাকতেন। পেশায় টলিউডে সিনেমার পরিচালক এই ব্যক্তি সরকারি স্তরে তাঁর বিস্তর পরিচিতির কথা বলে বিভিন্ন মানুষের বিশ্বাস অর্জন করতেন। পরবর্তীতে তাঁদের সরকারি চাকরির প্রতিশ্রুতি দিয়ে লক্ষাধিক টাকা প্রতারণা করতেন বলে পুলিশের প্রাথমিক তদন্তে উঠে এসেছে। বুধবার অভিযুক্তকে বিধাননগর মহকুমা আদালতে তোলা হয়। পুলিশ তাঁকে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানিয়েছে। অভিযুক্ত ব্যক্তির সঙ্গে সরকারি দফতরের কোনও প্রভাবশালী ব্যক্তির যোগ রয়েছে কিনা তা তদন্ত করে দেখছে বিধাননগর উত্তর থানার পুলিশ।