বাংলার খবর
রাজ্যে এক লাফে বাড়ল করোনার সংক্রমণ, কলকাতায় আক্রান্ত শতাধিক

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: গত কয়েকদিন ধরেই দেশে করোনার গ্রাফ আবারও ঊর্ধ্বমুখী। দিল্লি, মহারাষ্ট্র কেরালাতে করোনার সংক্রমণ বাড়তে থাকায় উদ্বেগ বাড়ছে। কলকাতা সহ গোটা পশ্চিমবঙ্গেও করোনার সংক্রমণ প্রতিদিন অল্প অল্প করে বাড়ছিল। কিন্তু বুধবার রাজ্যে এক লাফে অনেকটাই বাড়ল করোনার দৈনিক সংক্রমণ। বুধবার রাজ্য স্বাস্থ্য দফতরের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী রাজ্যে করোনায় আক্রান্ত হয়েছেন ২৩০ জন। মঙ্গলবার এই সংখ্যাটা ছিল ১৩৫। অর্থাৎ এক লাফে প্রায় দ্বিগুণ বেড়েছে সংক্রমণ।
তার মতে শুধু মাত্র কলকাতাতেই আক্রান্ত হয়েছেন ১০৫ জন। সংক্রমণের নিরিখে কলকাতার পরেই রয়েছে উত্তর ২৪ পরগনা। এই জেলায় গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন ৬৮ জন। রাজ্যে কোভিড পজিটিভিটি রেট ২.৯৫ শতাংশ। করোনার দ্বিতীয় ঢেউ কাটার পর থেকে দেশের সঙ্গে রাজ্যেও করোনা আক্রান্তের সংখ্যা অনেকটাই কমেছিল। আতঙ্ক কাটিয়ে স্বাভাবিক হচ্ছিল জনজীবন। কিন্তু গত কয়েক সপ্তাহ ধরেই দেশে আবারও বাড়তে শুরু করেছে করোনার সংক্রমণ। দিল্লিতে ইতিমধ্যেই মাস্ক পরা এবং কোভিড বিধি মেনে চলা বাধ্যতামূলক করা হয়েছে। মহারাষ্ট্র ও কেরালাতেও পাল্লা দিয়ে বাড়ছে সংক্রমণ। সেই জায়গায় কিছুটা স্বস্তিতে ছিল রাজ্যবাসী। কিন্তু রাজ্যেও সংক্রমণ বাড়তে থাকায় উদ্বেগ বাড়ছে।
কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৮ হাজার ৮২২ জন। মঙ্গলবার এই সংখ্যাটা ছিল ৬ হাজারের থেকে সামান্য বেশি। দেশের মধ্যে সবথেকে বেশি সংক্রমণ হয়েছে মহারাষ্ট্রে। সেখানে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন ২ হাজার ৯০০ জনের বেশি। একই সঙ্গে সেখানে ওমিক্রনের সাব-ভ্যারিয়েন্ট BA.5 হদিশ পাওয়া যাওয়ায় উদ্বেগ বেড়েছে।