বাংলার খবর
রাজ্যে করোনায় প্রাণ হারালেন এক মহিলা, শনিবার ভোরে বেলেঘাটা আইডি-তে মৃত্যু

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: রাজ্যে করোনায় মৃত্যু হল এক মহিলার। গত ২৯ মে’র পর রাজ্যে আবারও কেউ করোনায় প্রাণ হারালেন। জানা গিয়েছে, করোনায় প্রাণ হারানো উত্তর ২৪ পরগণার বাসিন্দা ওই মহিলা গুরুতর অসুস্থ অবস্থায় বেশ কিছুদিন ধরেই তেঘরিয়ার এক বেসরকারি নার্সিংহোমে চিকিৎসাধীন ছিলেন। গত বৃহস্পতিবার তাঁর অবস্থার অবনতি হলে তাঁকে বেলেঘাটা আইডি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেখানে তাঁকে ভেন্টিলেশনে রাখা হয়েছিল। শনিবার ভোরে তাঁর মৃত্যু হয়।
করোনা নতুন করে উদ্বেগ বাড়ালেও রাজ্যের করোনা পরিস্থিতি যথেষ্ট স্বস্তিদায়ক। গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনায় আক্রান্ত হয়েছেন ৪২ জন। এবং করোনাকে হারিয়ে সুস্থ্য হয়ে উঠেছেন ৩৯ জন। করোনা থেকে সুস্থ হয়ে ওঠার হার ৯৮.৯৩ শতাংশ। রাজ্যে এখনও পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ২০ লক্ষ ১৯ হাজার ৫৪৩ জন। এখনও পর্যন্ত সুস্থ্য হয়ে উঠেছেন ১৯ লক্ষ ৯৭ হাজার ৯৬১ জন। এখনও পর্যন্ত রাজ্যে করোনায় প্রাণ হারিয়েছেন ২১ হাজার ২০৫ জন।