দেশের খবর
দেশে আবারও উদ্বেগ বাড়াচ্ছে করোনা, ৫ রাজ্যকে সতর্ক করল কেন্দ্র

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: বেশকিছুদিন স্বস্তি দেওয়ার পর দেশে আবারও বাড়তে শুরু করেছে করোনার দৈনিক সংক্রমণ। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৯৬২ জন। গত একদিনে দেশে করোনায় মৃত্যু হয়েছে ২৬ জনের। বর্তমানে দেশে সক্রিয় রোগী রয়েছেন ২২ হাজার ৪১৬ জন। শুক্রবার দেশে করোনা আক্রান্ত হন ৪ হাজার ৪১ জন। যা গত ১১ মার্চের পর সর্বোচ্চ। তুলনায় শনিবার সংখ্যা কিছুটা কমেছে।
করোনার এই ঊর্ধ্বমুখী সংক্রমণকে ঠেকাতে ইতিমধ্যেই দেশের ৫ রাজ্যকে সতর্ক করেছে কেন্দ্র। কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব রাজেশ ভূষণ কর্ণাটক, তামিলনাড়ু, মহারাষ্ট্র কেরালা ও তেলেঙ্গানার রাজ্য সরকারকে নজরদারি বাড়ানোর নির্দেশ দিয়েছেন।নতুন কোনও ভ্যারিয়্যান্ট থাবা বসিয়েছে কিনা, তা জানার জন্য নমুনা পরীক্ষা করা এবং পজেটিভ রোগীদের নমুনা জিনোম সিকোয়েন্সিং টেস্টের সংখ্যা বাড়ানোরও নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। মহারাষ্ট্রের মধ্যে মুম্বইয়ের আক্রান্তের সংখ্যা বাড়ছে। তাই বাইরে বেরোলে মাস্ক পরা বাধ্যতামূলক ঘোষণা করা হয়েছে সেখানে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী জানা গিয়েছে কেরালার ১১ জেলা, মহারাষ্ট্রের ৬ জেলা, চেন্নাইয়ের ২ জেলা ও বেঙ্গালুরুতেও করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে।
দেশে করোনা নতুন করে উদ্বেগ বাড়ালেও রাজ্যের করোনা পরিস্থিতি যথেষ্ট স্বস্তিদায়ক। গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনায় আক্রান্ত হয়েছেন ৪২ জন। এবং করোনাকে হারিয়ে সুস্থ্য হয়ে উঠেছেন ৩৯ জন। তবে কারও মৃত্যু হয়নি। করোনা থেকে সুস্থ হয়ে ওঠার হার ৯৮.৯৩ শতাংশ। রাজ্যে এখনও পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ২০ লক্ষ ১৯ হাজার ৫৪৩ জন। এখনও পর্যন্ত সুস্থ্য হয়ে উঠেছেন ১৯ লক্ষ ৯৭ হাজার ৯৬১ জন। এখনও পর্যন্ত রাজ্যে করোনায় প্রাণ হারিয়েছেন ২১ হাজার ২০৪ জন।