আন্তর্জাতিক
চিনে বাড়ছে করোনার দাপাদাপি, পানশালায় গিয়ে Covid সংক্রামিত ১৬৬

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: করোনার আঁতুড়ঘর চিনে ফের নতুন করে আতঙ্ক ছড়াচ্ছে মারণ এই ব্যাধির দাপট। আনন্দ করতে গিয়ে ঘটল বিপত্তি। রাজধানী বেজিং-য়ের একটি পানশালায় গিয়ে করোনা আক্রান্ত হলেন ১৬৬ জন চিনা নাগরিক।
চিনা প্রশাসন সূত্রে খবর, বেজিং-য়ের একটি পানশালায় গিয়ে কোভিড আক্রান্ত হয়েছেন ১৬৬ জন। প্রত্যেকেরই করোনা রিপোর্ট পজিটিভ এসেছে বলে সরকারি তরফে জানানো হয়েছে। স্থানীয় প্রশাসনের মুখপাত্র শু হেজিয়ান বলেন, “চাওইয়াং হেভেন সুপারমার্কেট বারে ভয়াবহ আকারে করোনা থাবা বসিয়েছে। ১৬৬ জন গ্রাহক ওই পানশালা থেকে ফিরে কোভিডে আক্রান্ত হয়েছেন। আরও বহু মানুষের শরীরে দেখা গিয়েছে একাধিক উপসর্গ।”
জানা গিয়েছে, গত দু’সপ্তাহ ধরে বেজিং-এর বিভিন্ন এলাকায় মারাত্মক আকার ধারন করেছে করোনা সংক্রমণ। পরিস্থিতি মোকাবিলায় ইতিমধ্যে বেশকিছু বিনোদনমূলক পার্ক বন্ধ করে দেওয়া হয়েছে প্রশাসনের তরফে। চিনের রাজধানী শহরে গত মাত্র দু’সপ্তাহ আগে কোভিড বিধি শিথিল করে দেওয়া হয়। কিন্তু গত এপ্রিল মাস থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় ফের শহরে লকডাউন জারি করতে বাধ্য হয় প্রশাসন।
আরও পড়ুন: ‘Cabbage-Gate’ লেটুস বাড়ন্ত! বাঁধাকপিতেই ভরসা অস্ট্রেলিয়ার KFC-এর
সাংঘাইতেও নতুন করে মাথাচাড়া দিচ্ছে করোনা সংক্রমণ। কোয়ারেন্টাইন (Qurantine) এলাকার বাইরের অঞ্চলেও নতুন করে ছড়াচ্ছে করোনা। নতুন করে করোনা পরীক্ষা শুরু করেছে প্রশাসন।
আরও পড়ুন: পাকিস্তানে আক্রান্ত হিন্দু মন্দির, দেবতার মূর্তি ভাঙচুরের অভিযোগ
চিনের মধ্যে সাংহাইয়ে সবচেয়ে বেশি করোনা সংক্রামিতের খোঁজ মিলেছে । সংক্রমণকে বাগে আনতে রীতিমতো হিমশিম খেতে হচ্ছে চিনা প্রশাসনকে। এই মুহূর্তে সাংহাইয়ের ১৬ জেলার ১৫টিতেই RT-PCR চলছে জোরকদমে। এর মধ্যে পাঁচটি জেলায় আংশিক লকডাউন (Lockdown) জারি করা হয়েছে। আগামী ৩১ জুলাইয়ের মধ্যে প্রত্যেক বাসিন্দাকে বাধ্যতামূলক RT-PCR করতে বলা হয়েছে।