বাংলার খবর
হাওড়া জেলা হাসপাতাল চত্বরে দোকানদারদের দৌরাত্ম্য, ২ কিশোরকে গণপিটুনির অভিযোগ

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: হাসপাতালের সামনে দোকানদারদের দাদাগিরির অভিযোগ। ঘটনায় উত্তপ্ত হয়ে উঠল হাসপাতাল চত্বর। উঠেছে দুই কিশোরকে মারধরের অভিযোগ।
জানা গিয়েছে, হাওড়া জেলা হাসপাতালের বাইরে ২ কিশোরকে মারধরের অভিযোগ উঠেছে স্থানীয় দোকানদারদের বিরুদ্ধে। ঘটনার খবর পেয়ে হাওড়া থানার পুলিশ এসে সকলকে আটক করে নিয়ে যায়। হাওড়া হাসপাতালের সামনে এভাবে মারধরের ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ওই এলাকায়।
এমনকী, এলাকায় ভিড় জমে যায়। তবে উপস্থিত লোকজন কেউই প্রায় এভাবে ওই দুই কিশোরকে মারধরের ঘটনা সমর্থন করেননি।ঘটনার সূত্রপাত হয় ওই দুই কিশোর একটি সিগারেটের দোকানে এসে সিগারেট চাওয়ার পর।
আরও পড়ুন: বোরখা পরে প্রেমিকার সঙ্গে হোস্টেলে দেখা করতে গিয়ে হাতেনাতে ধরা পড়লেন প্রেমিক!
নিজেদের মধ্যে কথাবার্তার সময় ওই দুই কিশোর গালিগালাজ করার জন্য দোকানদার তাদেরকে পালটা গালিগালাজ করেন বলে অভিযোগ। তারা প্রতিবাদ করতে গেলে পাশের আর এক দোকানদার এই দোকানির সঙ্গে মিলে ওই দুই কিশোরকে রাস্তায় ফেলে মারধর শুরু করেন বলে অভিযোগ।
আরও পড়ুন: ঝাড়গ্রামে অব্যাহত হাতির হানা, আতঙ্কে ঘুম ছুটেছে গ্রামবাসীদের
হাওড়ার ব্যস্ততম রাস্তার উপরে এই ধরনের ঘটনায় অবাক হয়ে যান পথচারীরা। আশপাশে থাকা মানুষজন এসে দোকানদারকে আটকান। এরপর মারধরের ঘটনার খবর যায় হাওড়া থানাতে। থানার আধিকারিকরা এসে ঘটনায় যুক্ত সকলকে থানাতে নিয়ে যান বলে পুলিশ সূত্রে খবর।