বাংলার খবর
ববিতা সরকারকে ১০ দিনের মধ্যে দিতে হবে বেতন সহ নিয়োগপত্র, নির্দেশ হাইকোর্টের

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: মেয়ের ভুয়ো চাকরি মামলা নিয়ে বেশ কিছুদিন ধরে খবরের শিরোনামে ছিলেন পরেশ অধিকারী। বেআইনি ভাবে চাকরি করার অভিযোগে আদালতের রায়ে বরখাস্ত হয়েছেন মন্ত্রী কন্যা অঙ্কিতা অধিকারী। এবার ১০ দিনের মধ্যে মামলাকারী ববিতা সরকারকে তাঁর চাকরি ফিরিয়ে দেওয়ার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট।
জানা গিয়েছে, SSC নিয়োগ মামলায় ফের একবার নজিরবিহীন রায় দিল কলকাতা হাইকোর্ট। রাজ্যের শিক্ষা প্রতিমন্ত্রী কন্যা পরেশ অধিকারীর মেয়ের জায়গায় চাকরি দিতে হবে ববিতা সরকারকে। পাশাপাশি অঙ্কিতার ফেরত দেওয়া বেতন ববিতার হাতে তুলে দেওয়ার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট।
আরও পড়ুন: অবশেষে মুখ খুললেন শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় অভিযুক্ত পরেশ অধিকারী
আরও জানা গিয়েছে, এর পাশাপাশি আদালতের পর্যবেক্ষণ, ”নির্লজ্জ বেআইনিভাবে অঙ্কিতাকে ওই পদে নিয়োগ করা হয় এবং চাকরি পাননি ববিতা। তাঁর নাম পিছিয়ে যায়।” একইসঙ্গে অঙ্কিতার ফেরত দেওয়া বেতনের টাকা ১৯ দিনের মধ্যে দিতে হবে ববিতাকে নির্দেশ হাইকোর্টের।
সূত্রের খবর, আগামী ৩০ জুনের মধ্যে নিয়োগপত্র দিতে হবে ববিতা সরকারকে। পর্ষদকে এই নির্দেশ দিয়েছে হাইকোর্ট। পরেশ কন্যা অঙ্কিতা অধিকারী প্রথম দফায় যে টাকা ফেরত দিয়েছেন, তা ১০ দিনের মধ্যে দেওয়া হবে ববিতাকে।
আরও পড়ুন: বাম আমলে মন্ত্রী থাকাকালীন আরও ২৫ নিকটাত্মীয়কে চাকরি পাইয়ে দিয়েছিলেন পরেশ অধিকারী!
পাশাপাশি চাকরিতে যোগ দেওয়ার দিন থেকে যা যা সুযোগ সুবিধা পেয়েছেন অঙ্কিতা, তা দেওয়া হবে মামলাকারী ববিকাকেও। এই ঘটনাটিকে ‘লজ্জাজনক’ বলেও মন্তব্য করেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।