বাংলার খবর
খুনের বদলা খুন, অভিযুক্ত বাড়ি ফিরতেই কুপিয়ে খুন করল মৃতের পরিবার!

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: খুনের বদলা খুন। অভিযুক্ত বাড়ি ফিরতেই কুপিয়ে খুন করল মৃতের পরিবার! চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ি শহর সংলগ্ন সুকান্ত নগর এলাকায়। পুলিশ জানিয়েছে, মৃতের নাম দীনেশ বর্মন।
গত বছর আগস্ট মাসে পরকিয়ার অভিযোগে রাজা বসাক নামে এক যুবক খুন হয় এলাকায়। ঘটনায় মূল অভিযুক্ত ছিলেন দীনেশ। সম্প্রতি জেল থেকে ছাড়া পাওয়ার পর গত দু’মাস আত্মীয়ের বাড়িতে থেকে রবিবার দুপুরেই পরিবার নিয়ে বাড়ি ফেরেন দীনেশে। বাড়ি ফিরতেই দীনেশের বাড়িতে চড়াও হয় রাজা বসাকের পরিবার। ঘরের ভিতরই ধারালো অস্ত্র দিয়ে রাজার পরিবারের লোকজন দীনেশকে কুপিয়ে খুন করে বলে অভিযোগ। বাড়ি ভাঙচুর করার পাশাপাশি মারধর করা হয় দীনেশের পরিবারের অন্য সদস্যদেরও। প্রকাশ্য দিবালকে এই ঘটনায় রীতিমতো আতঙ্ক ছড়িয়ে পড়েছে এলাকায়।
খবর পেয়ে ঘটনা স্থলে পৌঁছায় কোতোয়ালি থানার পুলিশ। পুলিশ জানিয়েছে, অভিযুক্ত রাজা বসাকের বাবা, ভাই সহ পরিবারের বাকি সদস্যরা পলাতক। তাদের খোঁজ চলছে। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। ঘটনাস্থল থেকে মোবাইল ফোন, খুনে ব্যবহৃত ধারালো অস্ত্র এবং কাঠের বাটাম উদ্ধার করে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।