প্রিয় বিধায়ক কৃষ্ণ কল্যাণীর জন্মদিনে উৎসবে মেতে উঠল রায়গঞ্জ
Connect with us

বাংলার খবর

প্রিয় বিধায়ক কৃষ্ণ কল্যাণীর জন্মদিনে উৎসবে মেতে উঠল রায়গঞ্জ

Raju Dhara

Published

on

Rate this post

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: তিনি উত্তর দিনাজপুরের অন্যতম জনপ্রিয় বিধায়ক। ২৬ জুন অর্থাৎ রবিবার, রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণীর ৪৩তম জন্মদিন। প্রিয় বিধায়কের জন্মদিন উপলক্ষে উৎসবে মেতে উঠল গোটা রায়গঞ্জ। দলের নেতা-কর্মীরা থেকে শুরু করে সমগ্ৰ রায়গঞ্জবাসী রীতিমতো উৎসব করেই পালন করলেন বিধায়কের জন্মদিন। কৃষ্ণ কল্যাণীর জন্মদিন উপলক্ষে রবিবার সকালে বিধায়কের কার্যালয়ের সামনে তাঁর অনুগামীরা পথ চলতি সাধারণ মানুষের মধ্যে মিষ্টি ও গাছের চারা বিতরণ করলেন। সেইসঙ্গে, শহরের প্রতিটি টোটোতে বিধায়ককে জন্মদিনের শুভেচ্ছার ব্যানার লাগানো হয়।

শুধু তাই নয়, বিধায়ক কৃষ্ণ কল্যাণীর জন্মদিন উপলক্ষে এদিন রায়গঞ্জ শহরে একাধিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। বিধায়কের কার্যালয়ে আয়োজন করা হয়েছিল রক্তদান শিবিরের। সাদা পায়রা উড়িয়ে জন্মদিনে শান্তির বার্তা দিয়ে রক্তদান শিবিরের উদ্বোধন করেন রায়গঞ্জের প্রিয় বিধায়ক। বিধায়কের অনুগামী নিতাই সরকার বলছিলেন, ‘আজ আমাদের সকলের প্রিয় বিধায়ক কৃষ্ণ কল্যাণীর জন্মদিন। এই দিনটা রায়গঞ্জবাসীর কাছে উৎসবের মতো। ওঁনার জন্মদিন উপলক্ষে আজ আমরা মানুষের মধ্যে লাড্ডু ও গাছের চারা বিতরণ করলাম। সকলেই খুশি। রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে। মানুষের বিপদে-আপদে যেভাবে উনি আমাদের সকলের পাশে দাঁড়ান, তাতে এইরকম একজন বিধায়ককে পেয়ে আমরা রায়গঞ্জবাসী গর্বিত।’ রবিবার সকাল থেকেই কার্যালয়ে এসে, আট থেকে আশি সকলেই, প্রিয় বিধায়ককে ফুলের তোড়া, উপহার দিয়ে জন্মদিনের শুভেচ্ছা জানানোর পাশাপাশি আশীর্বাদ করে গেলেন।

গত বিধানসভা নির্বাচনে রায়গঞ্জ থেকে জয়ী হয়ে বিধায়ক হয়েছেন কৃষ্ণ কল্যাণী। রায়গঞ্জবাসীর বিপদে-আপদে সবসময় ছুটে গিয়ে পাশে থাকার চেষ্টা করেন তিনি। যদিও বিধায়ক হওয়ার অনেক আগে থেকেই তিনি সমাজসেবার সঙ্গে যুক্ত। জেলার গরীব-দুঃস্থ মানুষদের মুখে খাবার তুলে দিতে তিনি চালু করেছেন ‘অন্নপূর্ণা ভাণ্ডারা’। এই অন্নপূর্ণা ভাণ্ডারা আজও রায়গঞ্জের গরীব, দুস্থ মানুষের মুখে খাবার তুলে দিচ্ছে। বস্ত্রবিতরণ-সহ একাধিক সমাজসেবামূলক কাজের সঙ্গে সর্বক্ষণ যুক্ত রয়েছেন তিনি। যখনই কোনও রায়গঞ্জবাসী বিপদ বা সমস্যায় পড়েছেন, সঙ্গে সঙ্গে নিজের সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন রায়গঞ্জের বিধায়ক তথা বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক কৃষ্ণ কল্যাণী। অর্থের অভাবে কোনও মেধাবী পড়ুয়ার উচ্চশিক্ষার স্বপ্নপূরণ থমকে গিয়েছে শুনেই সেখানে ছুটে গিয়ে আর্থিক সাহায্যের পাশাপাশি সব রকম সহযোগিতা করেছেন। বিশেষভাবে সক্ষম মানুষদের জীবনকে আরেকটু মসৃণ করতে তাঁদের হাতে তুলে দিয়েছেন ক্রাচ, হুইল চেয়ার। শীতকালে ঠাণ্ডার হাত থেকে বাঁচতে অসহায়, দুঃস্থ মানুষদের মধ্যে বিতরণ করেছেন শীতবস্ত্র।

Advertisement

রায়গঞ্জের সামগ্রিক উন্নয়নের কাণ্ডারী বিধায়ক কৃষ্ণ কল্যাণী। রায়গঞ্জের উন্নয়নে সব সময় সদর্থক ভূমিকা পালন করে চলেছেন তিনি। ‘দুয়ারে বিধায়ক’ কর্মসূচির মাধ্যমে নিজের বিধানসভা কেন্দ্রের প্রত্যেক বাড়ির দরজায় পৌঁছে গিয়ে তাঁদের অভাব অভিযোগ শুনে সেগুলো সমাধানের চেষ্টা করে চলেছেন। কিছুদিন আগেই, গত এক বছরে বিধায়ক হিসেবে তিনি কী কী উন্নয়নমূলক কাজ করেছেন, সেই খতিয়ান তুলে ধরে রিপোর্ট কার্ড পেশ করেছেন। এক কথায় রায়গঞ্জবাসীর কাছে কৃষ্ণ কল্যাণী হলেন ‘মুশকিল আসান’। বিধায়ক হিসেবে এলাকাবাসীর কাছে তিনি যথেষ্টই জনপ্রিয়। তাই বিপদে-আপদে সব সময় পাশে থাকা প্রিয় বিধায়ক কৃষ্ণ কল্যাণীর জন্মদিনে রীতিমতো উৎসবে মেতে উঠল গোটা রায়গঞ্জ।

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.