বাংলার খবর
অ্যাম্বুল্যান্সের ভিতরে সাদা কাপড়ে মোড়া রোগী, নাকা চেকিং-এ কুকীর্তি ফাঁস করল পুলিশ

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: ব্লু বিকন বাজিয়ে দ্রুত গতিতে ছুটে চলেছে অ্যাম্বুল্যান্স। গাড়ি আটকাতেই চক্ষু চড়কগাছ পুলিশের। অ্যাম্বুল্যান্সের ভিতরে রোগীর পরিবর্তে রয়েছে সারিবদ্ধ ভাবে মদের পেটি। কোথায় রোগী? তা জানার আগেই গাড়ি ফেলে পলাতক চালক ও খালাসী।
চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে, জলপাইগুড়ি জেলার ধূপগুড়ির ঠাকুরপাট এলাকায়। পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, এদিন ঠাকুরপাট এলাকায় রাস্তায় হঠাৎই খারাপ হয়ে যায় অ্যাম্বুল্যান্সটি। এরপর এলাকার বাসিন্দারা গাড়িটির কাছাকাছি যান কৌতুহলবশত। তাঁরা সেখানে গিয়ে গাড়িতে উঁকি ঝুঁকি মারেন ভিতরে কে আছেন দেখার জন্য।
আরও পড়ুন: সুস্থ শরীরে যোগ দিয়েছিলেন কাজে, কফিনবন্দি হয়ে বাড়ি ফিরল CRPF জওয়ানের দেহ
এরপর তাঁরা দেখেন, সেখানে রোগীর বদলে সাদা কাপড় দিয়ে ঢাকা রয়েছে মদের বোতলের পেটি। দেখে মনে হচ্ছে যেন সাদা কাপড়ে মোড়া রয়েছে কোনও ব্যক্তি। আর এতেই চোখ কপালে ওঠে ধূপগুড়ির ঠাকুরপাট এলাকার বাসিন্দাদের। খবর পেয়ে ঘটনাস্থলে তদন্ত করতে আসে ধূপগুড়ি থানার পুলিশ। মদ সহ গাড়িটিকে আটক করে ধূপগুড়ি থানায় নিয়ে যায় পুলিশ।
আরও পড়ুন: প্রথম ভারতীয় ভাষায় সংবাদপত্র কোথায় প্রকাশিত হয়েছিল, জানুন সংবাদপত্রের অজানা কথা
এদিকে এই ঘটনায়, পুলিশ গাড়িটিকে পেলেও, চালক ও খালাসি পালিয়ে যাওয়ায় তাদের ধরতে পারেনি। স্থানীয়রাও তাদের ধরতে ব্যর্থ হয়। স্থানীয়রা তাদের কাজ কারবার ধরে ফেলতেই বেগতিক বুঝে চম্পট দেয় সকলেই। ফলে এটি কাদের কাজ পুলিশ তা অনুমান করতে পারছে না। তবে তদন্ত শুরু করেছে পুলিশ৷ অভিযুক্তদের খোঁজে তল্লাশিও শুরু করেছে।