রাজনীতি
সুব্রত মুখোপাধ্যায়ের মৃত্যুতে শোক প্রকাশ করলেন রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী

বেঙ্গল এক্সপ্রেস নিউজ : বঙ্গ রাজনীতির অন্যতম মুখ সুব্রত মুখোপাধ্যায়। ছাত্র আন্দোলন থেকে যখন তিনি রাজনীতি শুরু করেন, সব সময় সামনের সারিতেই থেকেছেন। তাঁর মৃত্যুতে পশ্চিমবঙ্গের রাজনীতিতে যে শূন্যতা সৃষ্টি হল, তা কখনই পূরণ করা যাবে না।
শুধু নিজের দল নয়, বিরোধীদলের কাছেও সব সময় সম্মান পেয়ে এসেছেন তিনি। সৌজন্যের রাজনীতি নিয়ে যখন রাজ্যর শাসক দলের বিরুদ্ধে বিরোধীরা সরব হয়, সেই সব বিষয়ে সুব্রত মুখোপাধ্যায়ের বিরুদ্ধে একটি কথাও তারা খরচ করতে পারে না। এক কথায় নিজের দল তো বটেই, বিরোধী দলের কাছেও সব সময় প্রিয় পাত্র ছিলেন সুব্রত মুখোপাধ্যায়। কিন্তু গতকাল রাত্রি ৯ টা ২২ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। বেশ কয়েকদিন শ্বাসকষ্টজনিত সমস্যা হওয়ায় তাঁকে চিকিৎসার জন্য এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয়। বৃহস্পতিবার রাত্রে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
তাঁর মৃত্যুতে রাজ্যে নেমে এসেছে শোকের ছায়া। সুব্রত মুখোপাধ্যায়ের প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ অনেকেই। এবার রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়ের প্রয়াণে গভীর শোক প্রকাশ করলেন রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী। তিনি শোক বার্তায় বলেছেন, ‘সুব্রত মুখোপাধ্যায়ের প্রয়াণে আমি গভীর ভাবে মর্মাহত। তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করছি। সুব্রত মুখোপাধ্যায়ের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।’