Big Breaking: PAC চেয়ারম্যান হলেন বিধায়ক কৃষ্ণ কল্যাণী
Connect with us

বাংলার খবর

Big Breaking: PAC চেয়ারম্যান হলেন বিধায়ক কৃষ্ণ কল্যাণী

Rate this post

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: জল্পনার অবসান। বিধানসভার পাবলিক অ্যাকাউন্টস কমিটির (পিএসি) চেয়ারম্যান হলেন রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী।

সোমবার রাজ্য বিধানসভার পক্ষ থেকে এক বিবৃতি জারি করে আনুষ্ঠানিক ভাবে এই কথা ঘোষণা করা হল। গত সপ্তাহে আচমকাই পিএসি-এর চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দিয়েছিলেন মুকুল রায়। তাঁর জায়গাতেই পিএসি-এর নতুন চেয়ারম্যান হলেন কৃষ্ণ কল্যাণী।

গত সপ্তাহেই তাঁকে পাবলিক অ্যাকাউন্টস কমিটির সদস্য মনোনীত করেছিলেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে সোমবার কৃষ্ণ কল্যাণীকে পিএসি-এর চেয়ারম্যান করার কথা ঘোষণা করল বিধানসভা।

Advertisement

আরও পড়ুন: ডাম্পারে ধাক্কা বাইকের, প্রাণ হারালেন স্ত্রী,সন্তান

বিধানসভার পিএসি চেয়ারম্যানের পদে মুকুল রায়কে নিয়ে দীর্ঘদিন ধরেই বিতর্ক চলছিল। তার মধ্যেই আচমকা এই পদ থেকে ইস্তফা দেন মুকুল। এরপরেই প্রশ্ন উঠছিল পাবলিক অ্যাকাউন্টস কমিটির দায়িত্ব যাবে কার হাতে? প্রথম থেকেই শোনা গিয়েছিল রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণীর নাম। কিছুদিন আগেই রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণীকে স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় পাবলিক অ্যাকাউন্টস কমিটির সদস্য হিসেবে মনোনীত করায়, সেই সম্ভাবনা আরও উজ্জ্বল হয়েছিল। অবশেষে সোমবার তাঁর নামেই সিলমোহর পড়ল। তিনিই হলেন পিএসি-এর চেয়ারম্যান।

আরও পড়ুন: ‘সারা জীবন শুধু কাজই করে গেলেন…’ তরুণ মজুমদারের প্রয়াণে শোকস্তব্ধ সন্ধ্যা রায়

Advertisement

নতুন দায়িত্ব পাওয়ার পর কৃষ্ণ কল্যাণী জানিয়েছেন, তিনি নিষ্ঠার সঙ্গেই এই গুরু দায়িত্ব পালন করবেন। রায়গঞ্জের বিধায়ক বলেছেন, ‘ভালো লাগছে। খুব বড় দায়িত্ব। এতে আমার দায়িত্ব আরও বেড়ে গেল। আমায় ভালো করে সব বুঝে নিয়ে এই পদের মর্যাদাকে অক্ষুন্ন রেখে আরও ভালোভাবে কাজ করতে হবে। আজ পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান করা হয়েছে আমাকে। যে সমস্ত পাবলিক অ্যাকাউন্টস রয়েছে, সেগুলো ভালো করে নজরদারি করার দায়িত্বই হচ্ছে এই পদের। এই কাজ আমি ভালো করে নিজে দায়িত্ব নিয়ে আগামী দিনে করতে চাই।’