বাংলার খবর
Big Breaking: অনলাইন নয়, অফলাইনেই সমস্ত পরীক্ষা নেওয়া হবে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: দীর্ঘ দু’বছর পর করোনা অতিমারি কাটিয়ে স্বাভাবিক ছন্দে ফিরেছে জনজীবন। সংক্রমণের রেশ নিয়ন্ত্রণে আসতেই পরিস্থিতির সঙ্গে তাল মিলিয়ে ধীরে-ধীরে খুলে দেওয়া হয়েছে সবকিছু।
গত জানুয়ারি থেকে খুলে গিয়েছে স্কুল-কলেজ,বিশ্ববিদ্যালয়। শুরু হয়ে গিয়েছে অফলাইন পঠনপাঠন। তবুও অনলাইনে পরীক্ষা দিতে নাছোড়বান্দা পড়ুয়ারা। এই অবস্থায় রাজ্যের বেশকিছু বিশ্ববিদ্যালয় যেমন-কল্যাণী বিশ্ববিদ্যালয় এবং বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় পড়ুয়াদের জন্য স্নাতক এবং স্নাতকোত্তরের সমস্ত সেমেস্টারের পরীক্ষা অনলাইনে নেওয়ার বিজ্ঞপ্তি জারি করেছে। যদিও স্রোতের বিপরীতে হেঁটে সমস্ত পরীক্ষা অফলাইনে নেওয়ার সিদ্ধান্তের কথা ঘোষণা করল রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়।
আরও পড়ুন: ব্যারাকপুরে বিরিয়ানির দোকান লক্ষ্য করে শ্যুটআউট, গুলিবিদ্ধ ২
জানা গিয়েছে, অফলাইনে ক্লাস হলেও পরীক্ষার্থীদের দাবি ছিল অনলাইনে নিতে হবে পরীক্ষা। সেই দাবি মেনেই অনলাইনে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। কল্যাণী এবং বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই মর্মে বিজ্ঞপ্তি জারি করেছে।
উল্লেখ্য, স্নাতক এবং স্নাতকোত্তর পরীক্ষা অফলাইন বা অনলাইনে নেওয়ার বিষয়ে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়কে সিদ্ধান্ত নিতে বলেছিল উচ্চ শিক্ষা দফতর। তারপরেই এই দুই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই মর্মে বিজ্ঞপ্তি জারি করেছে।
আরও পড়ুন: খুন নাকি আত্মহত্যা, দানা বাঁধছে পল্লবীর রহস্যমৃত্যু
এ বিষয়ে কল্যাণী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মানসকুমার সান্যাল বলেন, ”বিভিন্ন কলেজের ছাত্র-ছাত্রীরা আমার কাছে এসে আবেদন করেছিল। তাদের বক্তব্য ছিল কিছুটা পড়াশোনা হয়েছে অফলাইনে আবার বেশিরভাগ পড়াশোনা হয়েছে অনলাইনে। ফলে তারা অনেকেই সিলেবাস বুঝতে পারছে না। তাই অনলাইনে পরীক্ষা নেওয়া হোক। এই সমস্যার কথা মাথায় রেখেই অনলাইন পরীক্ষার বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।”