বাংলার খবর
জল আসছে না কলে, দুর্ভোগ অব্যাহত বৌবাজারে

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: বিপত্তি যেন কিছুতেই পিছু ছাড়ছে না বৌবাজারের বাসিন্দাদের। একে মেট্রো রেলের কাজ চলাকালীন বউবাজারে দুর্গা পিতুরি লেনের একাধিক বাড়িতে ফাটল ধরা নিয়ে হুলস্থুল পড়ে গিয়েছে।
এবার তারমধ্যেই সোমবার সকাল থেকে জল আসছে না কলে বৌবাজারের একাধিক এলাকায়। জানা গিয়েছে, এদিন সকাল থেকে বৌবাজারের দুর্গা পিতুরী লেন এবং পাশের স্যাকরা লেনে বন্ধ হয়ে গিয়েছে জল সরবরাহ। যার জেরে সকাল থেকে জল নিয়ে চরম হয়রানির শিকার হতে হচ্ছে বাসিন্দাদের।
জানা গিয়েছে, এদিন সকাল থেকে আচমকা বন্ধ হয়ে গিয়েছে জল সরবরাহ। মেট্রোরেলের কাজ করার সময় জলের পাইপ লাইন ফেটে এই বিপত্তি বলে অভিযোগ। এদিন সকালে বউবাজারের স্যাঁকরা পাড়া লেনের বাসিন্দারা জলের পাইপলাইন (Water Pipeline) ফেটে যাওয়ার অভিযোগ তোলেন।
আরও পড়ুন: প্রেমেই কাল! ধর্ষণের অভিযোগে গ্রেফতার যুবক
খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় কলকাতা পুরসভার আধিকারিকরা। দেখা যায়, মেট্রোর মেরামতির কাজ চলাকালীন এই বিপত্তি ঘটেছে।
ঘটনার জেরে এলাকার বেশ কয়েকটি বাড়ি এখনও জলশূন্য। বাইরে থেকে জল টেনে এনে দৈন্যন্দিন কাজকর্ম সারতে হচ্ছে বাসিন্দাদের। আর এতেই ক্ষোভ ক্রমশই বাড়ছে বউবাজারের বাস্তুহারাদের।
আরও পড়ুন: জলের পাইপ ফেটে বড়বাজারে রাস্তায় ধস, যানজটে দুর্ভোগ
এভাবে বিপর্যয়ের মধ্যে বাইরে থেকে জল টেনে কতক্ষণ সামাল দেওয়া সম্ভব? প্রশ্ন বাসিন্দাদের। অধিকাংশেরই বক্তব্য, মেট্রোর আশ্বাসই সার, কোনও সমস্যারই সমাধান হচ্ছে না বাস্তবে।
উল্লেখ্য, শনিবার সকালে বড়বাজারের নেতাজি সুভাষ রোডে হঠাৎই ধস নামে। দেখা যায়, মাটির তলায় থাকা পুরনো জলের পাইপ ফেটেই বিপত্তি ঘটেছে।
আরও পড়ুন: কৌটৌ নিয়ে নাড়াচাড়া করতেই বিস্ফোরণ, রহড়ায় কিশোরের মৃত্যু
এই ধসের ফলে হাওড়া-বিবাদী বাগের মধ্যে রাস্তায় যানজট হতে পারে বলেই আশঙ্কা করা হচ্ছে। বেলা বাড়ায় যানজট বাড়তে শুরু করেছে। এই ধসের কারণে ব্রেবোর্ন রোড ব্রিজের নিচ দিয়ে বড়বাজার যাওয়ার রাস্তা বন্ধ রাখা হয়েছে। গাড়িগুলোকে অন্যদিকে ঘুরিয়ে দেওয়া হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।