দেশের খবর
২০ গ্রামের সোনার হার গিল ফেলল পোষা গরু! এক মাস পর অস্ত্রোপচার করে উদ্ধার হল হার

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: কর্নাটকের উত্তর কন্নড় জেলার হেপানাহাল্লির বাসিন্দা শ্রীকান্ত হেগড়ে বরাবরই ‘গো ভক্ত’। তাই গত দীপাবলিতে ধুমধাম করেই বাড়ির পোষা গরুর পুজো করেছিলেন। কিন্তু যার জন্য এত পুজোর আয়োজন সেই পোষা গরুই তাঁর সবথেকে বড় দুঃশ্চিন্তার কারণ হয়ে উঠবে, তা ঘুণাক্ষরেও টের পাননি শ্রীকান্ত।
জানা গিয়েছে, পোষা গরুকে গলায় ফুলের মালা, সোনার হার পরিয়ে পুজো করেছিলেন শ্রীকান্ত। সবকিছুই ঠিকঠাক ছিল। কিন্তু তারপরই ঘটল বিপত্তি। পুজো শেষে গরুর গলা থেকে মালা ও সোনার চেনটি খুলে পাশে রেখে দিয়েছিলেন শ্রীকান্ত। কিন্তু পরিবারের সবাই অন্য কাজে ব্যস্ত হয়ে পড়ায় ওই হারের কথা কারও খেয়াল ছিল না। আর সেই ফাঁকেই ২০ গ্রাম ওজনের সেই সোনার হারকে খাবার ভেবে দিব্যি গিলে ফেলে গরুটি! বেশ কিছুক্ষণ পর শ্রীকান্ত হারটির খোঁজ শুরু করেতে গিয়ে দেখেন হার উধাও! তন্নতন্ন করে খুঁজেও হার পাওয়া না যাওয়ায় গোটা বাড়িতে হুলস্থুল পড়ে যায়। তারপর ফুলের মালাটিও দেখতে না পেয়ে স্বভাবতই সকলের সন্দেহ হয় গরুটির ওপর। এবং কিছুক্ষণের মধ্যেই তাঁদের সন্দেহ বদ্ধপরিকর হয়। ফুলের মালার সঙ্গে সোনার হার যে তাঁদের পোষ্যই খেয়ে নিয়েছে, সে ব্যাপারে নিশ্চিত হয়ে যান শ্রীকান্ত।
গরুর পেট থেকে ৮০ হাজার টাকা মূল্যের সোনার হার কীভাবে উদ্ধার হবে, আকাশ-পাতাল ভেবেও কুল-কিনারা করে উঠতে পারছিল না হেগড়ে পরিবার। ভেবেছিল গরুর মলের সঙ্গেই চেন হয়ত বেরিয়ে আসবে। কিন্তু এক মাস কেটে গেলেও গরুর পেট থেকে চেন না বেরোনোয় শেষে আর ধৈর্য রাখতে না পেরে বাধ্য হয়ে পশু চিকিৎসককে ডেকে আনেন শ্রীকান্ত। গরুর পেটে স্ক্যান করে হারের অবস্থান চিহ্নিত করেন চিকিৎসক। তার পর অস্ত্রোপচার করে গরুর পাকস্থলী থেকে সেই সোনার হার উদ্ধার করা হয়। কিন্তু এক মাস ধরে পাকস্থলীতে থাকায় সোনার হারটি ২ গ্রাম ক্ষয়ে গিয়েছিল। ২০ গ্রামের জায়গায় ১৮ গ্রামের হার ফিরে পেয়ে শ্রীকান্তর ধরেও যেন প্রাণ ফেরে।