খেলা-ধূলা
হ্যামস্ট্রিংয়ের চোটে দক্ষিণ আফ্রিকা সফরের টেস্ট সিরিজ থেকে ছিটকে গেলেন রোহিত! দলে এলেন প্রিয়ঙ্ক পাঞ্চাল

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: দক্ষিণ আফ্রিকা সফরে যাওয়ার আগেই বড় ধাক্কা ভারতীয় শিবিরে। হ্যামস্ট্রিংয়ের পুরনো চোটের কারণে দক্ষিণ আফ্রিকা সফরের তিন ম্যাচের টেস্ট সিরিজ থেকে ছিটকে গেলেন সহ-অধিনায়ক রোহিত শর্মা। ওয়ান ডে সিরিজেও খেলতে পারবেন কিনা, তা নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে।
রোহিতের পরিবর্ত হিসেবে টেস্ট দলে এলেন স্ট্যান্ডবাই প্রিয়ঙ্ক পাঞ্চাল। বিসিসিআই-এর পক্ষ থেকে টুইট করে জানানো হয়েছে, রবিবার মুম্বইয়ে দলের সঙ্গে অনুশীলনের সময়ে বাঁ পায়ের হ্যামস্ট্রিংয়ে চোট পান রোহিত। সেই কারণে দক্ষিণ আফ্রিকা সফরগামী ভারতীয় টেস্ট দল থেকে ছিটকে গেলেন তিনি। শুধু তাই নয়, সোমবার নেটে ব্যাট করার সময় থ্রো-ডাউন স্পেশালিস্ট রাঘবেন্দ্র রঘুর লাফিয়ে ওঠা বলে হাতেও চোট পেয়েছিলেন ভারতীয় ওপেনার। তারপর থেকেই তাঁর প্রোটিয়া সফরে টেস্ট সিরিজ থেকে ছিটকে যাওয়ার জল্পনা শুরু হয়েছিল। অবশেষে সেই আশঙ্কাই সত্যি হল। অজিঙ্কা রাহানেকে সরিয়ে এই দক্ষিণ আফ্রিকা সফরের টেস্ট সিরিজে সহ-অধিনায়ক নির্বাচিত হয়েছিলেন রোহিত।
রোহিতের ছিটকে যাওয়াটা বড় ধাক্কা হলেও টেস্টে মায়াঙ্ক আগারওয়ালের সঙ্গে কেএল রাহুল ওপেন করতে পারবেন। তবুও ব্যাকআপ ওপেনার হিসেবে প্রিয়ঙ্ক পাঞ্চালকে ডেকে নিয়েছে টিম ম্যানেজমেন্ট। ভারতীয় ‘এ’ দলের হয়ে দক্ষিণ আফ্রিকা সফর করে সদ্য ফিরেছেন প্রিয়ঙ্ক। রানের মধ্যেও আছেন। বোর্ড সূত্রে খবর, সোমবার রাতেই মুম্বইয়ে টিম হোটেলে ভারতীয় দলের সঙ্গে যোগ দিয়েছেন প্রিয়ঙ্ক। তবে ওয়ানডে সিরিজের আগে যদি রোহিত সুস্থ হয়ে উঠতে না পারেন, তাহলে দক্ষিণ আফ্রিকা সফরে একদিনের সিরিজে ভারতীয় দলের অধিনায়কত্ব করবেন সেটাই এখন দেখার। বিরাটকে সরিয়ে দক্ষিণ আফ্রিকা সফরেই ভারতীয় দলের ওয়ানডে অধিনায়ক হিসেবে দায়িত্ব নেওয়ার কথা রোহিতের। সেই নিয়ে বিতর্ক চলছেই। তার মধ্যেই রোহিতের চোট নির্বাচকমণ্ডলী সহ বোর্ডকেও সমস্যায় ফেলে দিল, তাতে কোনও সন্দেহ নেই।
ওয়ানডে সিরিজে সহ-অধিনায়কের নামও ঘোষণা করা হয়নি। তবে তার আগেই হিটম্যান সুস্থ হয়ে উঠবেন বলেই আশাবাদী বোর্ড কর্তারা। তাই এখনই ওয়ানডে সিরিজের বিকল্প অধিনায়ক নিয়ে ভাবনাচিন্তা করতে রাজি নয় বোর্ড। এক শীর্ষকর্তা জানিয়েছেন, ‘রোহিত শর্মার হ্যামস্ট্রিংয়ে পুরনো জায়গাতেই চোট লেগেছে। তার ওপর অনুশীলনী হাতে ষও চোট পেয়েছে। ওর যা হ্যামস্ট্রিংয়ের চোট, তাতে সম্পূর্ণ সুস্থ হয়ে মাঠে ফিরতে অন্তত চার সপ্তাহ সময় লাগবে। তাই টেস্ট সিরিজে ওকে পাওয়া যাবে না। ওয়ানডে সিরিজে ওর খেলার ব্যাপারে আমরা আশাবাদী। আমাদের মেডিক্যাল টিমের সদস্যরা ওকে দ্রুত সুস্থ করে তোলার চেষ্টা চালাচ্ছেন।’ এদিকে, দক্ষিণ আফ্রিকা সফরে যাওয়ার আগে সোমবার থেকেই বাধ্যতামূলক কোয়ারেন্টিনে চলে গেল গোটা ভারতীয় দল।