বাংলার খবর
গরম পড়তেই জলের হাহাকার, সমস্যায় চাষিরা

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: গ্রীষ্মকাল শুরু হতেই তীব্র জলকষ্ট শুরু হয়ে গিয়েছে উত্তর দিনাজপুর জেলার ইটাহার ব্লকে। জলস্তর নেমে যাওয়ায় চাষের কাজে সমস্যায় পড়েছেন জেলার হাজার হাজার গ্রামবাসীরা।
চাষের জল এবং এলাকায় পানীয় জলের সমস্যার কথা স্বীকার করে নিয়ে ইটাহারের তৃণমূল বিধায়ক মুশারফ হোসেন জানিয়েছেন, রাজ্যের সংশ্লিষ্ট দফতরের মন্ত্রীর কাছে বেশকিছু ডিপ টিউবওয়েল দেওয়ার জন্য বলা হয়েছে। এর পাশাপাশি এন আর ই জি এস প্রকল্পের মাধ্যমে পুকুর খননের ব্যবস্থা করা হবে। সেই জল দিয়ে চাষাবাদের ব্যাবস্থা করা হচ্ছে।
আরও পড়ুন: বাংলায় বিভাজনের রাজনীতি চলবে না: মমতা বন্দ্যোপাধ্যায়
জানা গিয়েছে, গরম পড়তেই তীব্র জল সঙ্কটের মধ্যে পড়ে নাজেহাল অবস্থা হয় উত্তর দিনাজপুর জেলার ইটাহার ব্লকের বাসিন্দাদের। ইটাহার ব্লকের ছয়ঘড়া, মারনাই, জয়হাট এই তিনটি গ্রামপঞ্চায়েতের ২০০ গ্রামের প্রায় ১৫ হাজার গ্রামবাসী জলের সমস্যার কারণে তাঁদের জমিতে চাষাবাদ করতে পারেন না। চাষের জলের অভাবে বহু চাষিই চাষাবাদ বন্ধ করে দিয়ে বৃষ্টির অপেক্ষায় দিন গুণছেন।
জানা গিয়েছে, এই সময় জেলায় হাইলিং ধানের চাষ হয়ে থাকে। বেশি পরিমান ধানের উৎপাদনের এই হাইলিং চাষে প্রয়োজনীয় জল না থাকায় সমস্যায় পড়েছেন ইটাহার ব্লকের চাষিরা।
ইয়াসিন সরকার, রফিকুল হোসেন সহ ইটাহার ব্লকের একাধিক ধান চাষিরা বলেন, ”এইসময় জলস্তর এতটাই নেমে যায় যে ১৮ থেকে ৩০ ফুট পর্যন্ত গর্ত করেও পাম্প দিয়ে জল ওঠে না। ফলে চাষাবাদ করাই সম্ভব হচ্ছে না। ইটাহার ব্লকে এই জলের সমস্যা দীর্ঘদিনের। সেচের জলের অভাবে বহু এলাকায় ধান চাষ করা সম্ভব হচ্ছে না। ফলে সারাবছরের খাদ্যের জোগান এই হাইলিং ধান কৃষকদের ঘরে ওঠে না।”
আরও পড়ুন: কাজ করার পরও মেলেনি পারিশ্রমিক, BJP বিধায়কের বিরুদ্ধে ধর্নায় যুবক
বিজেপির জেলা সভাপতি বাসুদেব সরকার অভিযোগ করে বলেন, ”রাজ্য সরকার ও তার জলসম্পদ উন্নয়ন দফতরের অদূরদর্শিতা এবং পরিকল্পনার অভাবের কারণেই আজ চাষের জলের অভাবে ইটাহার ব্লক খরার কবলে পড়তে চলেছে। এরজন্য প্রয়োজন সুনিয়ন্ত্রিত পরিকল্পনার।”
ইটাহারের তৃণমূল কংগ্রেস বিধায়ক মুশারফ হোসেন জানিয়েছেন চাষের জলের সমস্যা মেটাতে এলাকায় এন আর ই জি এস প্রকল্পের মাধ্যমে পুকুর খনন করে কৃষকদের জমিতে জলসেচের ব্যাবস্থা করা হচ্ছে।
আরও পড়ুন: ঠাসা কর্মসূচি নিয়ে বৃহস্পতিবার দু’দিনের বাংলা সফরে আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ
এছাড়াও রাজ্যের জলসম্পদ উন্নয়ন মন্ত্রী ডাঃ মানস ভুইঞার সঙ্গে ইটাহার ব্লকে চাষের জলের সঙ্কটের বিষয়ে কথা বলে এলাকায় বেশকিছু ডিপ টিউবওয়েল বসানোর জন্য উদ্যোগ নেওয়া হবে।