ঠাসা কর্মসূচি নিয়ে বৃহস্পতিবার দু'দিনের বাংলা সফরে আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ
Connect with us

বাংলার খবর

ঠাসা কর্মসূচি নিয়ে বৃহস্পতিবার দু’দিনের বাংলা সফরে আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ

Published

on

Rate this post

রাজীব দত্ত :  ঠাসা কর্মসূচি নিয়ে দু’দিনের বাংলা সফরে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বৃহস্পতিবার সকালেই তাঁর কলকাতায় পৌঁছানোর কথা। সীমান্তে বিএসএফ-এর ৫০ কিলোমিটার পর্যন্ত এক্তিয়ার বাড়ানোর কেন্দ্রের সিদ্ধান্তের বিরোধিতা করে ইতিমধ্যেই বিধানসভায় প্রস্তাব এনেছে রাজ্যের শাসক দল তৃণমূল। সেই প্রস্তাবে কী আছে, তার সমস্ত তথ্য ইতিমধ্যেই বিধানসভার কাছ থেকে চেয়ে পাঠিয়েছেন রাজ্যপাল জগদীপ ধনকর।

বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় সেই তথ্য রাজ্যপালকে না পাঠানোয়, বালিগঞ্জ বিধানসভা উপনির্বাচনে জয়ী বাবুল সুপ্রিয়র শপথ গ্রহণ এখনও ঝুলে রয়েছে। সম্প্রতি রাজ্যপাল স্পিকারের পরিবর্তে ডেপুটি স্পিকারকে দিয়ে বাবুলকে শপথবাক্য পাঠ করানোর নির্দেশ দিয়েছেন। তা নিয়ে তৈরি হয়েছে জটিলতা। চলছে রাজনৈতিক চাপান উতোরও। এই পরিস্থিতির মধ্যেই প্রথমবার রাজ্য সফরে আসছেন অমিত শাহ। পূর্ব সূচি অনুযায়ী বুধবার রাতেই তাঁর কলকাতায় আসার কথা থাকলেও পরে সূচি পরিবর্তন করে বৃহস্পতিবার সকালেই শহরে পা দিচ্ছেন তিনি। শহরে পৌঁছেই বৃহস্পতিবার কলকাতা বিমানবন্দর থেকেই বিএসএফের হেলিকপ্টারে করে তিনি যাবেন উত্তর ২৪ পরগনার হিঙ্গলগঞ্জে। সেখানে স্পিড বোটে করে সীমান্ত এবং নর্মদা নদীতে ভাসমান বর্ডার আউটপোস্ট পরিদর্শন করবেন তিনি। সেখান থেকে সকাল দশটা নাগাদ যাবেন সাতলুজে। সেখানেও ভাসমান বর্ডার আউটপোস্ট পরিদর্শন করবেন।

আরও পড়ুন – গাড়ি দুর্ঘটনার কবলে বলি অভিনেত্রী, নিজেই জানালেন সোশ্যাল মিডিয়ায়

Advertisement

সেখান থেকে হিঙ্গলগঞ্জ ফিরে হেলিকপ্টারে করে তিনি যাবেন কল্যাণী। সেখান থেকে সড়কপথে যাবেন হরিদাসপুর সীমান্তে। সেখানে সীমান্ত পরিদর্শন করার পর, বিএসএফের ১৫৮ নম্বর ব্যাটালিয়নের সঙ্গে মধ্যাহ্নভোজ সেরে আবারও কলকাতায় ফিরবেন। গরু পাচার নিয়ে ইতিমধ্যেই রাজ্যে তদন্ত চালাচ্ছে দুই কেন্দ্রীয় সংস্থা সিবিআই এবং ইডি। এই সীমান্তবর্তী এলাকাগুলো দিয়েই গরু পাচার এবং জালনোট চোরাচালানের কারবার চলে বলে অভিযোগ। আর এই নিয়েও কেন্দ্র ও রাজ্যের মধ্যে চলছে জোর তরজা। ইতিমধ্যেই খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই গরু পাচার নিয়ে দোষ চাপিয়েছেন কেন্দ্রের ওপর। তিনি অভিযোগ করেছেন, কেন্দ্রীয় সরকারের মদতেই ভিন রাজ্য থেকে বাংলা দিয়ে গরু পাচার হচ্ছে। তাতে বদনাম হচ্ছে রাজ্যের। তাই এই পরিস্থিতিতে অমিত শাহের রাজ্য সফর এবং সীমান্ত পরিদর্শন যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজ্য ও জাতীয় রাজনৈতিক মহল।

আরও পড়ুন – কাজ করার পরও মেলেনি পারিশ্রমিক, BJP বিধায়কের বিরুদ্ধে ধর্নায় যুবক

শুধু সরকারি সফর নয়, বঙ্গ বিজেপির বেহাল দশাকে মেরামত করতে অমিত শাহর এই বাংলা সফল বলে মনে করছে ওয়াকিবহাল মহল। কারণ এই সফরে দুই বঙ্গের দলীয় নেতৃত্বের সঙ্গেও একাধিক বৈঠক করার কথা রয়েছে স্বরাষ্ট্রমন্ত্রীর। সম্প্রতি বিভিন্ন ইস্যুতে রাজ্য বিজেপির গোষ্ঠী কোন্দল, অন্তর্কলহ প্রকট হয়ে উঠেছে। নিচুতলা থেকে শুরু করে শীর্ষ নেতৃত্ব প্রকাশ্যে একে অপরের বিরুদ্ধে মন্তব্য করে কেন্দ্রীয় নেতৃত্বকে চরম অস্বস্তিতে ফেলে দিয়েছে। ২০২৪ এর লোকসভা নির্বাচনের আগে রাজ্যের সংগঠন ও নেতৃত্বকে সঠিক জায়গায় আনতে অমিত শাহের এই বাংলা সফর বলেই মনে করছে রাজনৈতিক মহল। বৃহস্পতিবার দুপুরে কল্যাণী থেকে ফিরেই উত্তরবঙ্গে যাবেন অমিত শাহ। কলকাতা বিমানবন্দর থেকে বাগডোগরা পৌঁছে সেখান থেকে প্রথমে তিনি যাবেন শিলিগুড়ি। বিকেল সাড়ে চারটে নাগাদ দার্জিলিং মোড়ে ঠাকুর পঞ্চাননের মূর্তি এবং নৌকাঘাট মোড়ে তেনজিং নোরগের মূর্তিতে মাল্যদান করার পর বিকেল পাঁচটা নাগাদ শিলিগুড়ি ইনডোর স্টেডিয়ামে দলীয় নেতাদের সঙ্গে একটি সভা করার কথা রয়েছে তাঁর। সেখান থেকে দার্জিলিং পৌঁছে রাতে হোটেলে দার্জিলিংয়ের দলীয় নেতাদের সঙ্গেও পৃথকভাবে বৈঠকে বসবেন অমিত শাহ।

Advertisement

আরও পড়ুন – বাংলায় বিভাজনের রাজনীতি চলবে না: মমতা বন্দ্যোপাধ্যায়

শুক্রবার দার্জিলিং থেকে তিনি যাবেন কোচবিহার। সেখানে তিনবিঘা কনফারেন্স হলে এক সরকারি সভায় যোগ দেবেন তিনি। সেই সভা শেষ করে দুপুরেই কলকাতা ফিরবেন। ওইদিন শহরেও তাঁর ঠাসা কর্মসূচি রয়েছে। বিকেল চারটে নাগাদ হোটেলে রাজ্য নেতাদের সঙ্গে বৈঠকে বসবেন তিনি। এরপর সন্ধে ছটার ভিক্টোরিয়া মেমোরিয়ালে পর্যটন দফতরের একটি অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। সেখানে সৌরভ গঙ্গোপাধ্যায় স্ত্রী ডোনা গঙ্গোপাধ্যায়ের নাচের অনুষ্ঠান রয়েছে। সেখান থেকে তিনি যাবেন মুরলীধর সেন স্ট্রিটে রাজ্য বিজেপির দফতরে। সেখানে রাজ্য বিজেপি নেতৃত্বের সঙ্গে সভা করে ওইদিন রাতেই দিল্লি ফিরবেন অমিত শাহ।

Advertisement
Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.