বাংলার খবর
প্রয়াত পিয়ারলেস গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর সুনীলকান্তি রায়, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: প্রয়াত বিশিষ্ট শিল্পপতি সুনীলকান্তি রায়। রবিবার রাতে পিয়ারলেস হাসপাতালেই প্রয়াত হন পিয়ারলেস গ্রুপের এই ম্যানেজিং ডিরেক্টর। বিশিষ্ট এই শিল্পপতির প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে দেশ তথা রাজ্যের বাণিজ্যিক মহলে। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৮ বছর।
এদিন শিল্পপতি সুনীলকান্তি রায়ের মৃত্যুতে শোকজ্ঞাপন করে টুইট করেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন টুইট করে তিনি বলেন, দেশের অগ্রগণ্য বাণিজ্যপ্রতিষ্ঠান পিয়ারলেস গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর এস কে রায় ওয়েস্ট বেঙ্গল ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট কর্পোরেশন-এর ডিরেক্টর বোর্ডের সদস্য ছিলেন।”
আরও পড়ুন:নেই বিদ্যুতের বিকল্প ব্যবস্থা এই সরকারি হাসপাতালে
”তিনি আর্থিক, বিমা,স্বাস্থ্য, হোটেল, আবাসন, অটোমোবাইল, সিকিউরিটিজ ইত্যাদি ক্ষেত্রে বিশেষ অবদান রেখে গেছেন। বিভিন্ন সমাজ- কল্যাণমূলক কর্মকাণ্ডের সঙ্গে তিনি যুক্ত ছিলেন। তিনি ‘পদ্মশ্রী’ সম্মানে ভূষিত হন। তাঁর প্রয়াণে শিল্প ও বাণিজ্য জগতের এক অপূরণীয় ক্ষতি হল। আমি সুনীলকান্তি রায়ের আত্মীয়-পরিজন ও অনুরাগীদের
আন্তরিক সমবেদনা জানাচ্ছি।”
শুধু মুখ্যমন্ত্রী নয়। তাঁর প্রয়াণে শোক প্রকাশ করেছেন কলকাতা পুরসভার মেয়র তথা আবাসন ও নগর উন্নয়ন দফতরের মন্ত্রী ফিরহাদ হাকিম।
আরও পড়ুন: মালদা মেডিক্যাল কলেজের পাশ থেকে মিলল সদ্যোজাতের দেহ
এদিন টুইটারে শোকপ্রকাশ করে তিনি লেখেন, ”পদ্মশ্রী সুনীলকান্তি রায়ের মৃত্যুর খবরে আমি গভীর ভাবে মর্মাহত। তাঁর মৃত্যু বাংলার বাণিজ্যের ইতিহাসে একটি যুগের অবসান ঘটাল। তাঁর পরিবার-পরিজন বন্ধুবান্ধবদের আমি সমবেদনা জানাচ্ছি। সুনীলকান্তি রায়ের আত্মার শান্তি কামনা করি।”