বাংলার খবর
রবি জয়ন্তীতে রাজ্যজুড়ে শ্রদ্ধা নিবেদন

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: আজ ২৫ শে বৈশাখ। বাঙালির প্রিয় কবি রবীন্দ্রনাথ ঠাকুরের আজ ১৬১ তম জন্মদিন। সেই উপলক্ষে সকাল থেকে জেলায় জেলায় শুরু হয়েছে প্রভাতফেরি, নাচ, গান। বিশ্বসাহিত্যের সর্বকালের অন্যতম শ্রেষ্ঠ প্রতিভা তিনি।
বাংলা তথা ভারতীয় সাহিত্য ও সংস্কৃতির বিকাশ-প্রসারে তাঁর অবদান অসামান্য। বাঙালির মননে, সংস্কৃতি-কৃষ্টিতে তিনি চিরস্মরণীয়। শুধু সাহিত্য ও সংস্কৃতিই নয়, দর্শন, পরাধীন ভারতের রাজনৈতিক ও সামাজিক আন্দোলনেও অগ্রণী ভূমিকা পালন করেছিলেন তিনি।
পাশাপাশি ‘অশনি’র জন্য আজ জোড়াসাঁকোর অনুষ্ঠান বন্ধ, কিন্তু চলছে সাংস্কৃতিক অনুষ্ঠান।.অপরদিকে শান্তিনিকেতনে বৈদিক মন্ত্র পাঠ ও রবীন্দ্র সংগীত গানের মধ্যে দিয়ে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে স্মরণ করল শান্তিনিকেতন। তাছাড়াও সারাদিনে বিভিন্ন রবীন্দ্রনাথের বই প্রকাশ ও গীতিনাট্য দিয়ে রবীন্দ্রনাথকে স্মরণ করে চলবে অনুষ্ঠান। যদিও উপাসনার মন্দিরের ভেতরে মোবাইল নিয়ে প্রবেশ সম্পূর্ণ ভাবে নিষিদ্ধ করেছে বিশ্বভারতী কর্তৃপক্ষ।
আরও পড়ুন: রাজ্য জুড়ে পথ দুর্ঘটনায় মৃত ৩
রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন উপলক্ষে আজ সিউড়ি থানার পক্ষ থেকে ২৫ শে বৈশাখ উপলক্ষে একটি রেলি বের করা হয়। সিউড়ি শহর পরিক্রমা করে আবার সিউড়ি থানাতে এসে শেষ হয়। অন্যদিকে, জলপাইগুড়ি শহরের গান্ধী মোড় থেকে একটি শোভাযাত্রা বের করা হয়।
সাথে সুন্দর নাচের মধ্যে দিয়ে শোভাযাত্রা শহরের বিভিন্ন এলাকা পরিক্রম করে। পাশাপাশি কবিগুরুর জন্মদিন পালিত হল শহরের নয়াবস্তি এলাকায়। এলাকার মিষ্টান্ন বিক্রেতারা রবীন্দ্রনাথের ছবিতে মাল্যদান করে তাকে স্মরণ করেন। অন্যদিকে, জলপাইগুড়ি পুরসভার উদ্যোগে সোমবার এই দিনটি পুরসভা প্রাঙ্গণে পালিত হয়। মাল্যদান করেন পুরসভার চেয়ারপারসন পাপিয়া পাল সহ অন্যান্য কাউন্সিলর ও দপ্তরের কর্মীরা।