বাংলার খবর
গভীর রাতে মুখ্যমন্ত্রীর বাড়িতে অচেনা ব্যক্তির হানা, গ্রেফতার ১

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: শনিবার গভীর রাতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে আসা ‘আগুন্তক’ গ্রেফতার। অভিযুক্তের নাম হাফিজুল। ধৃত এর আগেও নবান্নে ঢোকার চেষ্টা করেছিল বলে জানা গিয়েছে। ধৃত ওই সন্দেহভাজন ব্যক্তিকে এদিন হাসনাবাদ এলাকা থেকে গ্রেফতার করে পুলিশ। আগামী ১১ জুলাই পর্যন্ত ধৃতের পুলিশি হেপাজতের নির্দেশ দেওয়া হয়েছে।
জানা গিয়েছে, শনিবার গভীর রাতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির দেওয়াল টপকে এক অজ্ঞাত পরিচয়ের ব্যক্তি সোজা ভিতরে ঢুকে পড়েন। ঘটনার খবর চাউর হতেই ব্যাপক শোরগোলের সৃষ্টি হয়।
জানা গিয়েছে, শনিবার রাত ১টার পর ৩৪বি হরিশ চ্যাটার্জি স্ট্রিটে মুখ্যমন্ত্রীর বাড়িতে পাঁচিল টপকে প্রবেশ করে অভিযুক্ত। সকালে তাঁকে দেখতে পেয়ে নিরাপত্তারক্ষীরা কালীঘাট থানায় খবর দেন। পুলিশ মুখ্যমন্ত্রীর বাড়িতে পৌঁছে ওই ব্যক্তিকে আটক করে। কিন্তু ঠিক কী কারণে বা কার প্ররোচণায় মুখ্যমন্ত্রীর বাড়িতে সকলের চোখ এড়িয়ে ঢুকেছিলেন ওই ব্যক্তি, তা এখনও স্পষ্ট হয়নি। বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ। অভিযুক্ত মানসিকভাবে সুস্থ কি না, তাও পরীক্ষা করা হবে বলে খবর।
আরও পড়ুন: গভীর রাতে মুখ্যমন্ত্রীর বাড়িতে অচেনা পুরুষ, নিরাপত্তা নিয়ে প্রশ্ন!
সম্প্রতি ভবানীপুর এলাকায় একই পরিবারের জোড়া হত্যাকাণ্ড নিয়ে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছিলেন। তৎপরতার সঙ্গে তদন্ত চালিয়ে তিনদিনের মধ্যেই যে রহস্য সমাধান করতে সফল হয় কলকাতা পুলিশ।
আরও পড়ুন: বঙ্গে ফোটেনি পদ্ম, জাতীয় কর্মসমিতির বৈঠকে গুড বুকে শুভেন্দু-সুকান্ত
সেই ঘটনার রেশ কাটতে না কাটতে এবার খোদ মুখ্যমন্ত্রীর বাড়িতে সকলের নজর এড়িয়ে এক ব্যক্তি ঢুকে পড়ায় রীতিমতো শোরগোল পড়ে যায়। ঘটনাটি ঘটে শনিবার রাতে। জানা গিয়েছে, রাতভর সেখানে থাকার পর সকালে নিরাপত্তারক্ষীরা ওই ব্যক্তি দেখতে পান। ইতিমধ্যেই তাঁকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে।