দেশের খবর
পাকিস্তান ও একদিন হিন্দু রাষ্ট্র হয়ে যাবে, দাবী ধীরেন্দ্র শাস্ত্রীর
দীর্ঘদিন ধরেই বাঘেশ্বর ধামের বাবা ধীরেন্দ্র শাস্ত্রী হিন্দুত্বকে এক নতুন জায়গা দেওয়ার চেষ্টা করছে বলে দাবি করেন তার বহু ভক্তরা ।

Bengal Xpress : মুসলিম প্রধান দেশগুলির মধ্যে পাকিস্তান শীর্ষ তালিকার একটি দেশ যেখানে খুবই কম সংখ্যায় এখন হিন্দুরা রয়েছে। তবে গতকালকে গুজরাটে এক ধর্ম সমাবেশ চলাকালীন বর্তমানে ইন্টারনেট দাপিয়ে চলা ধর্ম শাস্ত্র বিশারদ ধীরেন্দ্র শাস্ত্রী এমনই দাবি করলেন। বাঘেশ্বর ধাম নামে পরিচিত ধীরেন্দ্র শাস্ত্রীর এই ট্রাস্ট রীতিমতো ইন্টারনেটে সহ দেশে ব্যাপক আলোরন ফেলেছে, তিনি দাবী করেন, হিন্দুরা একত্রিত হলেই সম্ভব হবে পাকিস্তান কেউ হিন্দু রাষ্ট্র করা সম্ভব।
ভারত সেকুলার বেশ নামে পরিচিত হলেও বাগেশ্বর ধাম ধামের স্রষ্টা ধীরেন্দ্র শাস্ত্রী (Dhirendra Krishna Shastri) বলেন ভারত হিন্দু রাষ্ট্র তাই নতুন করে হিন্দু রাষ্ট্র করার কোন প্রয়োজন নেই । অযোধ্যায় রামলালার মন্দির তৈরি হয়েছে , এবার হবে মথুরায় ভগবান শ্রীকৃষ্ণের মন্দির তিনি এরাও জানান এখন হিন্দুদের গর্জে ওঠার সময় । এইরকম কিছু দাবি প্রকাশ করার অনেকে বলেন ধীরেন্দ্র শাস্ত্রী সাম্প্রদায়িক সম্প্রীতিতে বাধা তৈরি করছে এবং উস্কানি মূলক মন্তব্য করছেন।
প্রসঙ্গত, দীর্ঘদিন ধরেই বাঘেশ্বর ধামের বাবা ধীরেন্দ্র শাস্ত্রী হিন্দুত্বকে এক নতুন জায়গা দেওয়ার চেষ্টা করছে বলে দাবি করেন তার বহু ভক্তরা ।
আরও পড়ুন – পৃথিবীর মধ্যে মঙ্গল গ্রহ, সেখানে রয়েছেন চারজন, কি বললেন নাসা