দেশের খবর
পৃথিবীর মধ্যে মঙ্গল গ্রহ, সেখানে রয়েছেন চারজন, কি বললেন নাসা

বেঙ্গল এক্সপ্রেস: মঙ্গল অভিযানে যাওয়ার জন্য পৃথিবীতে এক বছর মঙ্গলের মতো জীবন যাপন করবেন কানাডার বাসিন্দা কেলি হেস্টন। জুন মাসের শেষে কেলী সহ আরো চারজনকে টেক্সাস এর হিউস্টনের একটি জায়গায় রাখা হবে। যে জায়গাটি মঙ্গল গ্রহের মত করে তৈরি করা হয়েছে।
তারা এখনই মঙ্গল গ্রহে যাবে না এক বছর পর যাবে কিন্তু ওই এক বছর ধরে তাদেরকে মঙ্গলের যেরকম পরিস্থিতি ওরকম পরিস্থিতিতেই রাখা হবে। তারা ঠিক কি রকম করে সার্ভাইভ করে এটা জানার জন্য। এই গ্রহে থাকার জন্য বিভিন্ন ধরনের পরীক্ষা দিতে হয়েছে তাদের চারজনকে।নাসা জানিয়েছে যে, মঙ্গল গ্রহের পরিবেশের আদলে তৈরি এই স্থান কিছু পরীক্ষার অংশ। ভবিষ্যতে বাস্তবে মঙ্গল গ্রহে যাওয়ার জন্য এই পরীক্ষাগুলিতে সফল হওয়া অত্যন্ত প্রয়োজনীয়। আর এই পরীক্ষার পরে কি ফলাফল বাড়ায় তা নিয়ে নাসার বিজ্ঞানীরা অভিযান চালাবে বলে জানিয়েছেন।
আরও পড়ুন-পরকীয়ার জের! ফের অভিনেত্রী মিথিলার ঘর ভাঙছে , মুখ খুললেন সৃজিত
পৃথিবীর মঙ্গল গ্রহে থাকতে হলে ক্যালি সহ বাকি তিনজনদেরও পৃথিবীর লোকেদের সঙ্গে কোন রকম যোগাযোগ থাকবে না। মঙ্গল গ্রহের যেমন টা কাটে দিনরাত ঠিক তেমনটাই কাটাতে হবে তাদের এখানেও। এছাড়াও বিভিন্ন প্রশিক্ষণ দেওয়া হবে মঙ্গল গ্রহের সারভাইভ করার জন্য। যেমন, কিভাবে হাঁটাচলা করতে হবে তারপর জামাকাপড়, খাওয়া এবং পানীয় ইত্যাদি ইত্যাদি।কেলি ছাড়াও পৃথিবীর মঙ্গলে যে আরো 3জন থাকবে তার মধ্যে একজন ইঞ্জিনিয়ার একজন চিকিৎসক একজন নার্স। একে অপরকে কখনোই চিনতেন না। আগে থেকে পরিচিতি না থাকলেও এখন তাদের মধ্যে বেশ ভাব।
২০২৩ সালে আমেরিকা মঙ্গল গ্রহে যাওয়ার পরিকল্পনা করছে আর সেই জন্যই না আসায় এত প্রস্তুতি নিয়ে চলেছে।