স্বস্তির খবর, ঘাটাল মাস্টারপ্ল্যান রূপায়ণে আর্থিক অনুমোদন কেন্দ্রের
Connect with us

বাংলার খবর

স্বস্তির খবর, ঘাটাল মাস্টারপ্ল্যান রূপায়ণে আর্থিক অনুমোদন কেন্দ্রের

Raju Dhara

Published

on

Rate this post

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: অবশেষে মেদিনীপুরবাসীর স্বপ্নপূরণের পাশাপাশি দুঃস্বপ্ন কাটতে চলেছে। বহু আলোচিত এবং চর্চিত ঘাটাল মাস্টারপ্ল্যানের জন্য অবশেষে আর্থিক অনুমোদন দিল কেন্দ্রীয় সরকার। ঘাটাল মাস্টারপ্ল্যান রূপায়ণে খরচ হবে প্রায় ১২০০ কোটি টাকা। কেন্দ্রের তরফে যে প্রস্তাব দেওয়া হয়েছে সেই প্রস্তাবে রাজ্য রাজি বলেই নবান্ন সূত্রে খবর।

ফ্লাড ম্যানেজমেন্ট অ্যান্ড বর্ডার এরিয়া প্রোগ্রাম প্রকল্পে কেন্দ্র ৬০ শতাংশ ও রাজ্য ৪০ শতাংশ টাকা দেবে বলে জানা গিয়েছে। আর কেন্দ্রের আর্থিক অনুমোদন পাওয়ার সঙ্গে সঙ্গেই এই প্রকল্পের অধীনে ঘাটাল মাস্টারপ্ল্যানকে নিয়ে এসে দ্রুত কাজ শুরু করার তৎপরতাও শুরু হয়ে গিয়েছে নবান্নে। এবং কেন্দ্রকেও রাজ্য সরকার সেই অনুরোধ করতে চলেছে বলেও জানা গিয়েছে। এই প্রকল্পের নতুন রূপরেখা রাজ্যের তরফে কেন্দ্রকে পাঠানো হয়েছে। এই প্রকল্পের জন্য ইতিমধ্যেই ৫০০ কোটি টাকা খরচও করে ফেলেছে রাজ্য।

ঘাটাল মাস্টারপ্ল্যান হল, ঘাটালকে ঘিরে থাকা সমস্ত নদী, শাখানদী ও উপনদী গুলোর নিয়মিত সংস্কার। যাতে নদীগুলোর জল ধারণ ক্ষমতা বাড়ে এবং ঘাটাল সহ গোটা মেদিনীপুর বন্যার হাত থেকে বাঁচে। এই মাস্টারপ্ল্যানে চন্দ্রকোনা, ঘাটাল, দাসপুর-সহ তার পার্শ্ববর্তী এলাকাগুলোতে পাম্প হাউজ তৈরি করা এবং শিলাবতী, কংসাবতী নদীর গতিপথকে সংস্কার করার কথাও বলা হয়েছে। সেই সঙ্গে ঘাটালের সমস্ত খাল সংস্কার, তাতে স্থায়ী বাঁধ নির্মাণ এবং সেখানকার নদীগীলোতে লকগেট বসানোর কথাও বলা হয়েছে।

Advertisement

প্রতিবছর অল্প, মাঝারি, ভারী বৃষ্টি হলেই জলের তলায় চলে যায় ঘাটাল সহ মেদিনীপুর। গত ৪০ বছর ধরে ঘাটাল মাস্টারপ্ল্যান নিয়ে কেন্দ্রের সঙ্গে লড়াই চালিয়ে যাচ্ছে রাজ্য। গতবছর ঘাটালে বন্যা পরিস্থিতি পরিদর্শনে গিয়ে সেখান থেকেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, পরিকল্পিত বন্যার অভিযোগ তুলে কেন্দ্রীয় সরকারকে দায়ী করে ছিলেন। সেইসঙ্গে জানিয়েছিলেন, ঘাটাল মাস্টারপ্ল্যান নিয়ে কেন্দ্রের কাছে রাজ্যের প্রতিনিধি দল পাঠাবেন তিনি। সেই মতো, কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রক এবং নীতি আয়োগে গিয়ে কথাও বলেন রাজ্যের প্রতিনিধিরা। সেইসঙ্গে ঘাটালের সাংসদ দেব জানিয়েছিলেন, তিনিও সংসদে ঘাটাল মাস্টারপ্ল্যান নিয়ে বারবার সরব হয়েছিলেন। এবং এই নিয়ে দিল্লিতে কেন্দ্রীয় সেচমন্ত্রীর সঙ্গেও তিনি সাক্ষাৎ করেছিলেন। অবশেষে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই লড়াই সার্থক হতে চলেছে। সেইসঙ্গে বন্যা নামক দুঃস্বপ্নের হাত থেকে পাকাপাকিভাবে রক্ষা পাওয়ার স্বপ্ন দেখতে শুরু করে দিয়েছে ঘাটালবাসীও।

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.