এনডিএ জোটের উপরাষ্ট্রপতি পদপ্রার্থী হচ্ছেন বাংলার রাজ্যপাল জগদীপ ধনকর
Connect with us

দেশের খবর

এনডিএ জোটের উপরাষ্ট্রপতি পদপ্রার্থী হচ্ছেন বাংলার রাজ্যপাল জগদীপ ধনকর

Rate this post

বেঙ্গল এক্সপ্রেস নিউজ:  এনডিএ জোটের রাষ্ট্রপতি পদপ্রার্থী হিসেবে দ্রৌপদী মুর্মুর নাম আগেই ঘোষণা হয়েছে। এবার উপরাষ্ট্রপতি পদপ্রার্থীর নামও ঘোষণা করে দিল এনডিএ। আর সেখানেই সবথেকে বড় চমক। এনডিএ এর উপরাষ্ট্রপতি পদপ্রার্থী হচ্ছেন বাংলার রাজ্যপাল জগদীপ ধনকর। শনিবার বিজেপির সংসদীয় দলের বৈঠকে উপরাষ্ট্রপতি পদপ্রার্থী হিসেবে জগদীপ ধনকরের নাম চূড়ান্ত হয়। তারপরই সাংবাদিক সম্মেলন করে জগদীপ ধনকরেন নাম ঘোষণা করেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা।

জানা গিয়েছে, শনিবার দিল্লিতে বিজেপির সদর দফতরে সংসদীয় দলের বৈঠকে ধনকরের নামে চূড়ান্ত সিলমোহর পড়ে। বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পাশাপাশি উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, কেন্দ্রীয় মন্ত্রিসভার অন্যতম সদস্য নিতিন গডকড়ী এবং মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান।

সামনেই লোকসভা নির্বাচন রয়েছে। তাই রাজস্থান, হরিয়ানার মতো রাজ্যগুলিতে জাট ভোট নিশ্চিত করতেই গজদীপ ধনকরকে এনডিএ জোট উপরাষ্ট্রপতি পদপ্রার্থী করেছে বলেই রাজনৈতিক মহলের ধারণা। মূলত রাজস্থানেরই বাসিন্দা ধনকর। ১৯৯৩ সাল থেকে ১৯৯৮ সাল পর্যন্ত রাজস্থানের কিষানগড়ের কংগ্রেস বিধায়ক ছিলেন তিনি। ১৯৯০ সালে কেন্দ্রীয় মন্ত্রীও হয়েছিলেন তিনি। এরপর ২০০৩ সালে তিনি বিজেপিতে যোগ দেন। এরপর ২০১৯ সালের ৩০ জুলাই পশ্চিমবঙ্গের রাজ্যপাল হিসেবে দায়িত্ব নেন তিনি। সেই পদে থাকতে থাকতেই এবার তাঁকে উপরাষ্ট্রপতি পদপ্রার্থী করল বিজেপি।

Advertisement

আগামী ১৮ তারিখ দেশে রাষ্ট্রপতি নির্বাচন রয়েছে। তারপরের দিন অর্থাৎ ১৯ জুলাই উপরাষ্ট্রপতি পদে মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন। দেশের প্রতিরক্ষামন্ত্রী তথা বর্ষীয়ান বিজেপি নেতা রাজনাথ সিং জানিয়েছেন, পেশায় আইনজীবী জগদীপ ধনকরের দীর্ঘ সংসদীয় অভিজ্ঞতা দেশকে আরও উপকৃত করবে।

জিটিএ-এর নবনির্বাচিত বোর্ড সদস্যদের শপথ বাক্য পাঠ করাতে এই সপ্তাহেই দার্জিলিং গিয়েছিলেন রাজ্যপাল জগদীপ ধনকর। সেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চায়ের নিমন্ত্রণ জানিয়েছিলেন তিনি। রাজভবনে গিয়ে সেই নিমন্ত্রণ রক্ষা করেছিলেন মুখ্যমন্ত্রীও। সেই বৈঠকে হাজির ছিলেন অসমের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্বশর্মাও। সেই বৈঠক নেহাতই সৌজন্যমূলক ছিল বলেই জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

তারপর দার্জিলিং সফর থেকেই নয়াদিল্লি উড়ে গিয়েছিলেন রাজ্যপাল জগদীপ ধনকর। শনিবার দুপুরে দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গেও সাক্ষাৎ করেন তিনি। প্রধানমন্ত্রীর বাসভবনে দীর্ঘক্ষণ দু’জনের মধ্যে বৈঠক হয়। প্রধানমন্ত্রী সঙ্গে সাক্ষাতের আগে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গেও দেখা করেন রাজ্যপাল। তারপর থেকেই রাজ্য রাজনীতিতে শুরু হয়েছিল জোর জল্পনা। দু’জনের মধ্যে এই বৈঠকে কী নিয়ে আলোচনা হয়েছে, তখন তা জানা যায়নি। রাজনৈতিক মহলের একাংশের ধারণা ছিল পশ্চিমবঙ্গের বর্তমান রাজনৈতিক ও আইন-শৃঙ্খলার পরিস্থিতি নিয়ে অভিযোগ জানাতেই প্রধানমন্ত্রীর দ্বারস্থ হয়েছেন রাজ্যপাল। কিন্তু শনিবার সন্ধ্যায় বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা উপরাষ্ট্রপতি পদপ্রার্থী হিসেবে জগদীপ ধনকরের নাম ঘোষণা করতেই পরিষ্কার হয়ে যায় চিত্রটা। সেই নিয়ে আলোচনা করতেই রাজ্যপাল মোদি-শাহর সঙ্গে সাক্ষাৎ করেছিলেন, তা বুঝতে আর কারও অসুবিধা হয়নি।

Advertisement
Continue Reading
Advertisement