দেশের খবর
বড় ঘোষণা, দিল্লির পথে হেঁটেই এবার রাজ্যে মিলবে বিনামূল্যে ১০০ ইউনিট বিদ্যুৎ

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: এবার দিল্লির পথেই হাঁটতে চলেছে ঝাড়খণ্ড। আর্থিক দিক থেকে পিছিয়ে পড়াদের এবার প্রতি মাসে ১০০ ইউনিট করে বিনামূল্যে বিদ্যুৎ দেওয়ার সিদ্ধান্ত নিল ঝাড়খন্ড সরকার। শুক্রবার ঝাড়খণ্ড মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। হেমন্ত সোরেন সরকারের এই সিদ্ধান্তে রাজ্যের কয়েক লক্ষ মানুষ উপকৃত হবেন। রাজ্য সরকারের এই সিদ্ধান্তে স্বভাবতই খুশি ঝাড়খণ্ডবাসী।
আম আদমি পার্টি দিল্লির ক্ষমতায় আসার পর গরিবদের পাশে থাকার বার্তা দিতে মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল আর্থিকভাবে পিছিয়ে পড়া মানুষদের বিনামূল্যে বিদ্যুৎ পরিষেবা দেওয়ার কথা ঘোষণা করেছিলেন। সেই দেখে ২০২০ সালে রাজ্যের মানুষকে বিনামূল্যে বিদ্যুৎ দেওয়ার চিন্তাভাবনা শুরু করেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন। ঝাড়খণ্ড সরকারের পক্ষ থেকে জানানো হয় ৩০০ ইউনিট বিদ্যুৎ সরবরাহের ক্ষেত্রে ১০০ ইউনিট বিদ্যুৎ বিনামূল্যে দেওয়া হবে। তার জন্য বাজেটে চার হাজার কোটি টাকা বরাদ্দ করার কথা ঘোষণা করেছিল ঝাড়খণ্ড মুখ্যমন্ত্রীর সচিবালয়। শুক্রবার ঝাড়খণ্ড মন্ত্রিসভার বৈঠকে সেই সিদ্ধান্তেই চূড়ান্ত শিলমোহর পড়েছে।
বিনামূল্যে ১০০ ইউনিট করে বিদ্যুৎ দেওয়ার পাশাপাশি শুক্রবারের মন্ত্রিসভার বৈঠকে আরও ৫৫ টি প্রস্তাব গৃহীত হয়েছে। নতুন পেনশন স্কিম থেকে পুরনো পেনশন স্কিমে ফিরে যাওয়ার জন্য স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউরের খসড়া তৈরির জন্য উন্নয়ন কমিশনারের নেতৃত্বে একটি কমিটি গঠনেরও সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়াও, বেসরকারি ক্ষেত্রে চাকরিতে স্থানীয়দের জন্য ৭৫ শতাংশ সংরক্ষণের সিদ্ধান্তেও অনুমোদন দিয়েছে ঝাড়খণ্ড মন্ত্রিসভা।
২০১৯ সালে ঝাড়খণ্ডে ক্ষমতায় আসার পরই রাজ্যের আর্থিকভাবে পিছিয়ে পড়া মানুষদের উন্নয়নে একগুচ্ছ পরিকল্পনার কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন। তখনই তিনি বিনামূল্যে বিদ্যুৎ দেওয়ার আশ্বাস দিয়েছিলেন। কিন্তু হেমন্ত সোরেন সমস্ত প্রতিশ্রুতি রাখতে ব্যর্থ হয়েছেন বলে সম্প্রতি অভিযোগ তুলেছে বিরোধীরা। ২০২৪ সালে দেশে লোকসভা নির্বাচনের সঙ্গেই ঝাড়খণ্ডে অনুষ্ঠিত হবে বিধানসভা নির্বাচন। সেই নির্বাচনের দিকে তাকিয়েই রাজ্যের আর্থিকভাবে পিছিয়ে পড়া মানুষদের বিনামূল্যে বিদ্যুৎ দেওয়ার কথা হেমন্ত সোরেন ঘোষণা করলেন বলেই মনে করছে রাজনৈতিক মহল।