বাংলার খবর
রায়গঞ্জে বেহাল রাস্তার সার্বিক উন্নয়নে অর্থ বরাদ্দ করবেন বিধায়ক কৃষ্ণ কল্যাণী
পৌরসভার চেয়ারম্যান সন্দীপ বিশ্বাস বলেন, “সম্প্রতি রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যানী (Krishna Kalyani) এই রাস্তা গুলিতে নতুন করে কাজ করার প্রস্তাব দিয়েছেন।

ডিজিটাল ডেস্ক, রায়গঞ্জ : বিধায়ক এলাকা উন্নয়ন প্রকল্পের (BEUP) প্রস্তাবে রাস্তা পরিদর্শন করতে খোদ রায়গঞ্জ পৌরসভার প্রতিনিধি দল । রায়গঞ্জ শহরের ৭ নং ওয়ার্ডের মোট ৪টি রাস্তার অবস্থা খুবই করুণ, পুরসভার বেহাল রাস্তা সংস্কারের প্রস্তাব গ্রহনের পর, সেই রাস্তা পরিদর্শনেই যায় পুরসভার দল । পৌরসভার চেয়ারম্যান সন্দীপ বিশ্বাস বলেন, “সম্প্রতি রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যানী (Krishna Kalyani) এই রাস্তা গুলিতে নতুন করে কাজ করার প্রস্তাব দিয়েছেন।
সেক্ষেত্রে নিজস্ব এলাকা উন্নয়ন তহবিল থেকে অর্থ বরাদ্দ করবেন বিধায়ক।” যার তাগিদেই শনিবার এই ৪ টি রাস্তা পরিদর্শন পর্ব সম্পন্ন হয়। পরিদর্শনে হাজির ছিলেন পৌর প্রশাসক সন্দীপ বিশ্বাস, উপ পৌরপ্রশাসক অরিন্দম সরকার, প্রশাসক মন্ডলীর সদস্য সাধন বর্মন, পুস্পা মজুমদার সহ অন্যান্যরা। এছাড়া রাস্তার পরিধি এবং যাবতীয় পরিকাঠামো খতিয়ে দেখা হয়।
আরও পড়ুন – করমণ্ডল এক্সপ্রেস ট্রেন দুর্ঘটনায় মৃত মালদার ১, দক্ষিণ দিনাজপুরে নিখোঁজ ৩
প্রসঙ্গত, মাস দুয়েক আগে, রায়গঞ্জ শহর লাগোয়া, কমলাবাড়ি গ্রাম পঞ্চায়েতের উদয়পুরে, দীর্ঘ দিনের দাবী পুরনে, বিধায়ক তহবিলের খরচে নয়া রাস্তার টেন্ডার জারি করেন এবং কাজ পায়, স্টার এন্টারপ্রাইজ নামের একটি সংস্থা। পিসিসি রাস্তাটি, উদয়পুর স্পোর্টিং ক্লাব থেকে শুরু উদয়পুর বালিকা বিদ্যালয়ের ক্রসিং পর্যন্ত লম্বায় ৪৬০ মি এবং চওড়া ১২ ফুট রাস্তাটি নির্মাণে খরচ হয় ২৭ লক্ষ, ৭৮ হাজার ৯৬২ টাকা। তবে সেই কাঙ্খিত নয়া রাস্তা তৈরির পর সেই রাস্তার মান নিয়ে উঠে প্রশ্ন, খোবের মুখে পরে রায়গঞ্জ বিধায়ক কৃষ্ণ কল্যাণী। ৪ ফুটের ব্যানারে লেখা হয় ” রাস্তা না খাস্তা ? অতি নিন্মমানের রাস্তা তৈরির জন্য রায়গঞ্জের বিধায়ককে ধিক্কার!” নীচে লেখা উদয়পুর গ্রামবাসী ।
আরও পড়ুন – বিয়ের আগে যৌন সম্পর্কের না জড়াতে চাইলে গলা টিপে খুনের অভিযোগ উঠল প্রেমিকের বিরুদ্ধে