বাংলার খবর
প্রতীক্ষার অবসান! অবশেষে বিদ্যুৎ চালিত ট্রেনের চাকা গড়াল রায়গঞ্জের মাটিতে
দীর্ঘ প্রতীক্ষার অবসান রবিবার থেকে চালু হয়ে গেল রায়গঞ্জের ইলেকট্রিক ট্রেন । উদ্বোধন করেন সাংসদ দেবশ্রী চৌধুরী ও ডিআরএম শুভেন্দু কুমার চৌধুরী

ডিজিটাল ডেস্ক : দীর্ঘ প্রতীক্ষার অবসান রবিবার থেকে চালু হয়ে গেল রায়গঞ্জের ইলেকট্রিক ট্রেন । উদ্বোধন করেন সাংসদ দেবশ্রী চৌধুরী ও ডিআরএম শুভেন্দু কুমার চৌধুরী। এবং আগামী ছয় মাসের মধ্যে রায়গঞ্জ স্টেশনের (Raiganj Station) উন্নয়ন নিয়ে মুখ খুলেন ডিআরএম ।
অন্যদিকে দিল্লীর ট্রেন চালুর বিষয়ে এদিন মুখ খুলেন সাংসদ। সংগত কয়েক মাস আগের থেকে বিদ্যুৎ চালিত ট্রেনের জন্য কাজ শুরু হয়, বারসই থেকে রাধিকাপুর পর্যন্ত। আর সেই কাজের আজ অবসান ঘটিয়ে চালু হয় বিদ্যুৎ চালিত ট্রেন। এদিন বিজেপি সংসদ দেবশ্রী চৌধুরী উদ্বোধন কালে বেশ জনসমাগম হয় । আর বিদ্যুৎ চালিত ট্রেনের পরিষেবার জন্য ধন্যবাদ জানান স্থানীয়রা, খুব অল্প সময়ের মধ্যেই এইরকম পরিষেবা পাওয়ার জন্য খুশির হাওয়া বলছে রায়গঞ্জ বাসীর। সাংসদ বলেন, ” আগে লিঙ্ক ট্রেন ছিলো দিল্লীর, তবে আমি প্রচন্ড চেষ্টা করছি পূর্ণাঙ্গ ট্রেন আনার”।
আরও পড়ুন – রায়গঞ্জে বেহাল রাস্তার সার্বিক উন্নয়নে অর্থ বরাদ্দ করবেন বিধায়ক কৃষ্ণ কল্যাণী