দেশের খবর
বিয়ের আগে যৌন সম্পর্কের না জড়াতে চাইলে গলা টিপে খুনের অভিযোগ উঠল প্রেমিকের বিরুদ্ধে

বেঙ্গল এক্সপ্রেস: ভালোবাসা সত্যি কারের ভালোবাসা হলে মাইনে রাখে না জাত, টাকা, স্ট্যাটাস ও অন্যান্য আরো অনেক কিছু। তেমনি এক ঘটনা ঘটেছে মুম্বাইয়ে। একই অফিসে কাজ করতেন দুইজন। অফিসে একে অপরের প্রেমে পড়েন তারা। দীর্ঘদিন প্রেম চলাকালীন মেয়ে যখন ছেলেকে বিয়ের কথা বলে তখন প্রেমিক বলে যে বাড়িতে কিছু সমস্যা রয়েছে।
তাই এখন বিয়ে করতে পারবে না। তবে এখন বিয়ে করতে না পারলেও শারীরিক সম্পর্ক তো বাধা নেই। একদিন তো এমনিও হবে তো বিয়ের আগেই হলে বা অসুবিধা কি? এমনি দাবি জানিয়ে প্রেমিকার সঙ্গে শারীরিক সম্পর্কের জড়াতে চেয়েছিলেন ২৮ বছরের প্রেমিক। কিন্তু এই প্রস্তাবে প্রেমিকা কিছুতেই রাজি হয়নি। এত বড় প্রত্যাখ্যান প্রেমিকের মনে গিয়ে বিঁধেছে, তাই মারধরের শিকার হইতে হয়েছে ওই প্রেমিকাকে। প্রকাশ্যে রাস্তায় তাকে শারীরিক নিগ্রহ করা হয় এমনকি গলা টিপে খুনের চেষ্টাও করা হয়েছে বলে অভিযোগ। মুম্বাতে এই ঘটনাটি ঘটেছে। আর এইরকম অমানবিক অধিকার রেহাই পাননি প্রেমিক তাকে গ্রেপ্তার করেছেন পুলিশ।
আরও পড়ুন-দুটি ট্রেনের সংঘর্ষে নিহত এর সংখ্যা ৩০০ এর ওপরে
পুলিশ সূত্রে খবর যে, ধৃত যুবকের নাম আকাশ মুখোপাধ্যায়।মুম্বাইয়ের উপকণ্ঠের কল্যাণ এলাকার বাসিন্দা আকাশ মুখোপাধ্যায়। আকাশ স্থান বেসরকারি সংস্থায় চাকরি কর তেন গত কয়েক বছর ধরে প্রেমের সম্পর্কে হয়েছিলেন আকাশ। এরপর বুধবার বান্দা শহরতলীতে প্রেমিকার সঙ্গে ঘুরতে বেরিয়ে আকাশ অন্তরঙ্গ হওয়ার প্রস্তাব দেন প্রেমিকাকে। সেই প্রস্তাব প্রত্যাখ্যান পড়ায় শারীরিক নিগ্রহ করেন এবং খুনের চেষ্টা করেন বলে অভিযোগ। প্রেমিকার অভিযোগের ভিত্তিতেই আকাশকে গ্রেফতার করেছে বান্দ্রা থানার পুলিশ।