জোড় করে তোলা আদায়ের অভিযোগ, প্রমীলা বাহিনীর হাতে প্রহৃত ব্যক্তি
Connect with us

বাংলার খবর

জোড় করে তোলা আদায়ের অভিযোগ, প্রমীলা বাহিনীর হাতে প্রহৃত ব্যক্তি

Rate this post

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: তোলা চাইতে এসে মহিলাদের হাতে গণধোলাই খেলেন এক ব্যক্তি। শুক্রবার দুপুরে ঘটনাটি ঘটেছে হাওড়া ময়দানে। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন ওই এলাকায় বাড়ি তৈরি কাজ শুরু হলে রমেশ জয়সোয়াল নামে স্থানীয় এক ব্যক্তি মোটা টাকা দাবি করেন।

অভিযোগ, ওই ব্যক্তি নিজেকে আর টি আই অ্যাক্টিভিস্ট হিসেবে পরিচয় দিয়ে প্রোমোটারদের হুমকি দিত এবং তিন থেকে চার লাখ টাকা দাবি করতেন। কখনও নিজে কখনও বা লোক পাঠিয়ে বাড়ির মালিকদের থেকে টাকা তুলতেন।

শুক্রবার দুপুরে ওই এলাকায় ঢুকে বাড়ির মালিকদের থেকে টাকা দাবি করলে মহিলাদের সঙ্গে বচসা শুরু হয়। এরপরই মহিলাদের গালিগালাজ করে বলে অভিযোগ। এরপরই স্থানীয় মহিলারা রেগে গিয়ে তাকে বেধড়ক মারধর শুরু করেন। যদিও খবর পেয়ে পরে ঘটনাস্থলে ছুটে আসেন পুলিশ। ঘটনায় হাওড়া থানার পুলিশ ওই ব্যক্তিকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে।

Advertisement

আরও পড়ুন: মেলেনি স্বাস্থ্যসাথীর কার্ড, খুদের হার্টের রোগ সারাতে অথৈ জলে পরিবার

এদিকে, বাইক ও ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল এক যুবকের। পুলিশ জানিয়েছে, মৃত যুবকের নাম প্রসেনজিৎ রবিদাস (২১), বাড়ি সামশেরগঞ্জ থানার মালঞ্চা এলাকায়। সূত্রের খবর, শুক্রবার দুপুর নাগাদ ফরাক্কা অর্জুনপুর শিবনগর আল আমান শিক্ষা মিশনের সামনে ট্রাক্টর ও বাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলে গুরুতর জখম অবস্থায় রাস্তায় পরে থাকেন ওই যুবক।

আরও পড়ুন: জল আসছে না কলে, প্রতিবাদে পথ অবরোধ গ্রামবাসীদের

Advertisement

স্থানীয় বাসিন্দারা ওই যুবকে উদ্ধার করে তড়িঘড়ি ফরাক্কা অর্জুনপুর উপস্বাস্থ কেন্দ্রে নিয়ে আসলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। এদিকে দুর্ঘটনার খবর পেয়ে ছুটে আসে ফরাক্কা থানার পুলিশ। পুলিশ এসে মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য জঙ্গিপুর হাসপাতালে পাঠায়।