বাংলার খবর
জল আসছে না কলে, প্রতিবাদে পথ অবরোধ গ্রামবাসীদের

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: পানীয় জলের পাইপলাইন সংযোগ বাড়িতে থাকলেও তাতে আসছে না জল। তারই প্রতিবাদে এদিন রাস্তা অবরোধ করলেন বাসিন্দারা। বৃহস্পতীবার সকালে খাজুরনান মুগবেনাপুর অঞ্চলের বাসিন্দারা রাস্তা অবরোধ করেন জলের দাবিতে।
জানা গিয়েছে, বাড়িতে জলের লাইন থাকলেও তাতে পরিশ্রুত পানীয় জল না আসায় গ্রীষ্মের সময়ে জলের সমস্যা আরও বাড়বে। তাই তার আগেই প্রশাসনের কাছে নিজেদের সমস্যার কথা তুলে ধরতেই এদিন রাস্তা অবরোধ করে আগুন জ্বালিয়ে বিক্ষোভ দেখান এলাকার মানুষ। এলাকার বাসিন্দাদের অভিযোগ, প্রায় দুই বছর আগে বাড়ি বাড়ি জলের পাইপলাইনের সংযোগ দিলেও সেই কলে এখনও পর্যন্ত জল আসেনি।
আরও পড়ুন: ২.২ কেজি সোনার গহনা সহ হাওড়া স্টেশন থেকে আটক এক
এদিকে জলের কারণে চরম সমস্যায় রয়েছেন এলাকার বাসিন্দারা। সমস্যা না মিটলে আগামীদিনে লাগাতার রাস্তা অবরোধের হুঁশিয়ারিও দিয়েছেন গ্রামবাসীরা। যদিও প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, ওই এলাকাটি কিছুটা উঁচু হওয়ায় জল পৌঁছাতে সমস্যা হচ্ছে। সেই কারণে একটি পাম্প লাগানোর ব্যাবস্থা করা হচ্ছে বলেও প্রশাসনসুত্রে জানানো হয়।