বাংলার খবর
রাজভবন থেকে সমান্তরাল সরকার চালাচ্ছেন রাজ্যপাল, অভিযোগ মুখ্যমন্ত্রীর

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: ফের বিরোধীদের একহাত নিলেন মুখ্যমন্ত্রী Mamata Banderjee। সোমবার নবান্ন থেকে সাংবাদিক বৈঠকে বগটুই হত্যাকাণ্ডে নিহতদের পরিবারকে সরকারি চাকরির নিয়োগপত্র দেওয়ার পাশাপাশি এদিন তিনি রাজ্যপাল জগদীপ ধনখড়ের কাজেরও তীব্র সমালোচনা করেন।
সোমবার নবান্ন থেকে সাংবাদিক বৈঠক করে মুখ্যমন্ত্রী বলেন, ”হিউম্যান রাইটসের চেয়ারম্যান সহ ইনফর্মেশন কমিশনের একটি পদ খালি পড়ে রয়েছে। এই পদগুলিতে নিয়োগের জন্য আমি ইতিমধ্যে কেন্দ্রীয় সরকারের কাছে নামের তালিকা পাঠিয়ে দিয়েছি। কিন্তু রাজ্যপাল তাতে অনুমোদন দিচ্ছেন না। তিনি সবকিছু ঝুলিয়ে রাখছেন। রাজভবন থেকে তিনি একটি সমান্তরাল সরকার চালাচ্ছেন। সবকিছুতেই হস্তক্ষেপ করছেন রাজ্যপাল। কোর্টেরর ব্যাপারেও হস্তক্ষেপ করছেন তিনি।”
এদিন মুখ্যমন্ত্রী আরও বলেন, ”GST বাবদ রাজ্যের প্রাপ্য টাকা দিচ্ছে না কেন্দ্র। সবকিছুতেই রাজনৈতিক ফায়দা খোঁজার চেষ্টা করছে কেন্দ্র। একটা কিছু হলেই তার সত্যতা যাচাই না করেই ভিডিয়ো ভাইরাল করে দেওয়া হচ্ছে। সিবিআই, ইডি সব জায়গায় নির্দেশ দিয়ে, চালানোর চেষ্টা BJP-এর। বিজেপি শাসিত রাজ্যগুলিতে শুধুই অন্ধকার। বিজেপি ১৫ লাখ টাকা দিয়েছে? সবকিছুতেই ED,CBI-কে ব্যবহার করা হচ্ছে।”
আরও পড়ুন: ‘BJP আপনারা বোকা, CPM দিচ্ছে ধোঁকা’: মমতা বন্দ্যোপাধ্যায়
মুখ্যমন্ত্রী আরও বলেন, ” শ্রীলঙ্কায় কী হচ্ছে তা জানার দরকার নেই। শ্রীলঙ্কা আছে শ্রীলঙ্কাতেই। ভারতের অর্থনীতিরও খুব খারাপ অবস্থা। লাগাতার বেড়ে চলেছে পেট্রোল-ডিজেলের দাম। বেড়েছে গ্যাসের দামও। জিএসটি বাবদ টাকা দেওয়া হচ্ছে না রাজ্যগুলিকে। অসম থেকে কয়লা আসছে। উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, রাজস্থান থেকে গরু আসছে। কেউ কেউ তা বাংলাদেশে পাঠাচ্ছে কিন্তু যাচ্ছে বাংলা হয়ে।”
আরও পড়ুন: কথা রাখলেন মুখ্যমন্ত্রী, বগটুই হত্যাকাণ্ডে নিহত পরিবারের সদস্যদের হাতে তুলে দেওয়া হল নিয়োগপত্র
অন্যদিকে, এদিন Purulia-এর ঝালদার কাউন্সিলর তপন কান্দু খুনের ঘটনায় এবার সিবিআই তদন্তের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। আগামী ৪৫ দিনের মধ্যে প্রাথমিক রিপোর্ট জমা দিতে বলা হয়েছে CBI কে। যদি বাড়তি সময় লাগে তখন বিবেচনা করা যাবে। জানা গিয়েছে, গত ১৪ মার্চ নিহত কাউন্সিলরের স্ত্রী পূর্ণিমা কান্দু অভিযোগ করে বলেন, ”IC-র ভূমিকা খুব বিস্ময়ের। অভিযোগ, প্রথমে অনুরোধের পরে হুমকি দেওয়া হয় দল ছাড়তে। সেই নিয়ে অডিও রেকর্ডিং আছে মামলাকরির কাছে। এজি বলেছেন, কিছু অডিও রেকর্ডিং io র কাছে আছে। তপন কান্দু রাজনৈতিক খুনের শিকার। CBI হয়েছে। আশাকরি বিচার পাবো। তদন্ত শেষ হওয়ার আগে পুলিশ সুপার আইসিকে ক্লিনচিট দিচ্ছেন।’ সিবিআই হয়েছে ধরা পড়বেন IC।”