রাজনীতি
‘আমাদের রাজ্য দিয়ে কয়লা-গরু নিয়ে যেতে দেব না’, কেন্দ্রের বিরুদ্ধে হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: ক্রমাগত কয়লা ও গরু পাচারকাণ্ড নিয়ে এবার কেন্দ্রের বিরুদ্ধে অভিযোগ তুলে সরব হলেন মুখ্যমন্ত্রী Mamata Banerjee। সোমবার নবান্নে সাংবাদিক বৈঠকে একগুচ্ছ অভিযোগ তুলে কেন্দ্রের বিরুদ্ধে সরব হন তিনি।
মুখ্যমন্ত্রী বলেন, ”উত্তরপ্রদেশ থেকে কয়লা আসছে। অসম থেকে কয়লা আসছে। রাজস্থান, মধ্যপ্রদেশ থেকে গরু, নাগাল্যাণ্ড থেকে কয়লা আমাদের রাজ্য দিয়ে নিয়ে যাচ্ছে কেন্দ্র। পাঠানো হচ্ছে বাংলাদেশে। সবকিছুতেই রাজনৈতিক ফায়দা তোলার চেষ্টা চলছে। কেন্দ্র বলছে গাড়িগুলিকে ছেড়ে দিতে। কেন ছাড়ব? আমার রাজ্যে যা লাগবে সেগুলি ছাড়া বাকি কিছুই আমরা যেতে দেব না।”
আরও পড়ুন: ‘BJP আপনারা বোকা, CPM দিচ্ছে ধোঁকা’: মমতা বন্দ্যোপাধ্যায়
তিনি আরও বলেন, ”কয়লা নিয়ন্ত্রণ করে CISF গরু নিয়ন্ত্রণ করে BSF। দুটোই কেন্দ্রীয় সংস্থা। সেন্ট্রাল বলছে কোথাও গাড়ি আটকানো যাবে না। রাজ্যকে এঁরা বদনাম করতে এসেছে। GST বাবদ রাজ্যের প্রাপ্য টাকা দিচ্ছে না কেন্দ্র। সবকিছুতেই রাজনৈতিক ফায়দা খোঁজার চেষ্টা করছে কেন্দ্র। একটা কিছু হলেই তার সত্যতা যাচাই না করেই ভিডিয়ো ভাইরাল করে দেওয়া হচ্ছে। সিবিআই, ইডি সব জায়গায় নির্দেশ দিয়ে চালানোর চেষ্টা BJP-এর। বিজেপি শাসিত রাজ্যগুলিতে শুধুই অন্ধকার। বিজেপি ১৫ লাখ টাকা দিয়েছে? সবকিছুতেই ED,CBI-কে ব্যবহার করা হচ্ছে।”
আরও পড়ুন: ‘রাজভবন থেকে সমান্তরাল রাজ্য চালাচ্ছেন রাজ্যপাল’, বিস্ফোরক অভিযোগ মুখ্যমন্ত্রীর
মুখ্যমন্ত্রী আরও বলেন, ” শ্রীলঙ্কায় কি হচ্ছে তা জানার দরকার নেই। শ্রীলঙ্কা আছে শ্রীলঙ্কাতেই। ভারতের অর্থনীতিরও খুব খারাপ অবস্থা। লাগাতার বেড়ে চলেছে পেট্রল-ডিজেলের দাম। বেড়েছে গ্যাসের দামও। জিএসটি বাবদ টাকা দেওয়া হচ্ছে না রাজ্যগুলিকে। অসম থেকে কয়লা আসছে। উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, রাজস্থান থেকে গরু আসছে। কেউ কেউ তা বাংলাদেশে পাঠাচ্ছে কিন্তু যাচ্ছে বাংলা হয়ে।”