'উদ্ভবের সর্বনাশ', ঠাকরের ইস্তফায় ক্ষোভ উগড়ে দিলেন কঙ্গনার
Connect with us

বিনোদন

‘উদ্ভবের সর্বনাশ’, ঠাকরের ইস্তফায় ক্ষোভ উগড়ে দিলেন কঙ্গনার

Published

on

Rate this post

বেঙ্গল এক্সপ্রেস নিউজঃ উদ্ধবের ইস্তফার পরই মহারাষ্ট্রের রাজনীতির চিত্রটাই বদলে যায়। বুধবাত রাতে ফেসবুক লাইভে পদ ছাড়ার কথা ঘোষণা করেন শিব সেনা ‘প্রধান’ মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে। এই নিয়ে নিজের ইনস্টাগ্রামে একটি ভিডিয়ো শেয়ার করলেন অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত।

ভিডিয়ো বার্তা শেয়ার করে কঙ্গনা ক্যাপশনে লিখলেন, ‘যখন অশুভরা জায়গা করে নেয়, তখন ধ্বংস আসন্ন। আর তারপর নতুন করে সৃষ্টি হয়। জীবনের নতুন ফুল প্রস্ফুটিত হয়।’ ভিডিয়োতেও কঙ্গনাকে বলতে শোনা গেল ১৯৭৫ সালে ভারতের গনতন্ত্র রচিত হওয়ার পরের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় এটা। অভিনেত্রী বললেন, ‘২০২০ সালেই আমি বলেছিলাম গণতন্ত্র আসলে বিশ্বাসের উপরে দাঁড়িয়ে। আর যারা ক্ষমতায় মাতাল হয়ে পড়ে আর মানুষের বিশ্বাস ভাঙে, তারা দম্ভও খুব জলদি ভেঙে যায়। আর এটা কোনও ব্যক্তি বিশেষের শক্তি নয়, এই শক্তি সঠিক চরিত্রের।’

শিবসেনা সম্পর্কে এরপর কঙ্গনা বলে ওঠেন, ‘ভগবান শিবের অবতার হিসেবে মানা হয় হনুমানকে। আর তাই যখন শিবসেনা হনুমান চল্লিশাকে ব্যান করে, তখন শিবও তাদের বাঁচাতে পারে না। হর হর মহাদেব। জয় হিন্দ। জয় মহারাষ্ট্র।’

Advertisement

 

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.