দেশের খবর
শক্তি পরীক্ষায় ১৬৪ ভোট পেয়ে জয়ী শিন্ডে শিবির, একনাথকে প্রকৃত শিবসৈনিক বললেন দেবেন্দ্র

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: শক্তি পরীক্ষায় পাশ করলেন মহারাষ্ট্রের নতুন মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে। সোমবার মহারাষ্ট্র বিধানসভায় আস্থা ভোটে জয়ী হল শিন্ডে ও বিজেপি সরকার।
সরকার গঠনের জন্য তাদের দরকার ছিল ১৪৪ ভোট। কিন্তু ১৬৪ ভোট পেল শিন্ডে শিবির। প্রয়োজনের থেকে কুড়িটি ভোট বেশি পেল তারা। অপরদিকে, উদ্ভব ঠাকের শিবিরের পক্ষে ভোট পড়েছে ৯৯টি।
সোমবার আস্থা ভোটের আগেও উদ্ভব ঠাকরে শিবিরে ভাঙ্গন অব্যাহত ছিল। আস্থা ভোটের আগেই উদ্ভব ঠাকরে শিবির ছেড়ে শিন্ডের শিবিরে নাম লেখান আরেক শিবসেনা বিধায়ক সন্তোষ ভাঙ্গার। এদিন আস্থা ভোট শুরু হতেই কয়েক মিনিটের মধ্যেই ঝড়ের গতিতে শিন্ডের পক্ষে ১২০ ভোট পড়ে যায়। মহা বিকাশ আগাড়ি উদ্ভব শিবিরের পক্ষে থাকলেও শিন্ডে শিবিরের পক্ষে ভোট দিলেন বহুজন বিকাশ আগাড়ি দল।
আরও পড়ুন: Big Breaking: মহারাষ্ট্রে আস্থাভোটে জয়জয়াকার একনাথ শিন্ডের
এদিন আস্থা ভোটে কংগ্রেস, এনসিপি, সমাজবাদী পার্টির বেশ কয়েকজন বিধায়ক ভোট দান থেকে বিরত ছিলেন। শিবসেনার মুখ্য সচেতক ভরত গোগাওয়ালের হুইপের বিরুদ্ধে ভোট দিয়েছেন উদ্ধব ঠাকরে পুত্র আদিত্য।
প্রাক্তন মুখ্যমন্ত্রী অশোক চৌহ্বান, কংগ্রেসের শীর্ষ নেতা বিজয় ওয়াদেত্তিভার এবং জিশান সিদ্দিকী ভোট দেননি। ফলে তাঁদের ঘিরেও জল্পনা তৈরি হয়েছে। সমাজবাদী পার্টির বিধায়ক আবু আজিম ও এআইএমআইএম-এর এক বিধায়ক শাহ তারিক আনওয়ার ভোটদান থেকে বিরত থেকেছেন। ভোট দেননি এনসিপি বিধায়ক সংগ্রাম জগতপ।
আস্থা ভোটে জয়ী হওয়ার পর বিজেপি নেতা তথা মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবীস বলেছেন, ‘শিন্ডে সরকারকে সমর্থন জানানোর জন্য আমি সকল বিধায়ককে ধন্যবাদ জানাচ্ছি। একনাথ শিন্ডে একজন বিশ্বস্ত শিব সৈনিক। উনি বালা সাহেব ঠাকরের নীতিকেই অনুসরণ করে চলেন। ক্ষমতা নিয়ে একনাথের সঙ্গে আমার কোনও লড়াই নেই। আমি আগেও বলেছিলাম যে আমি ফিরে আসব। সেই সময় তখন আমাকে নিয়ে অনেকেই বিদ্রুপ করেছিল। আজ আমি নিজেও ফিরেছি। এবং বাকিদের সঙ্গে নিয়েই ফিরেছি।’
আরও পড়ুন: ভক্তদের জন্য বন্ধ হল গুণ্ডিচা মন্দিরের দ্বার
সুপ্রিম কোর্ট আস্থা ভোটের উপর স্থগিতাদেশ না দেওয়ায় গত বুধবারই মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেন উদ্ভব ঠাকরে। গত বৃহস্পতিবারই পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবে একনাথ শিন্ডের নাম ঘোষণা করে বড় চমক দেন বিজেপি নেতা দেবেন্দ্র ফড়ণবীস। ওইদিন বিকালেই মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন একনাথ শিন্ডে। এবং উপমুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন ফড়ণবীস।