দেশের খবর
রাষ্ট্রপতি নির্বাচনে দ্রৌপদী মুর্মুকে সমর্থন শিবসেনার

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: গত ১৫ জুন দিল্লিতে সর্বদলীয় বৈঠকে ১৮’টি বিরোধী দলের সর্বসম্মতিতে রাষ্ট্রপতি পদপ্রার্থী হিসেবে যশবন্ত সিনহার নাম প্রস্তাব করা হয়। সেই বৈঠকে উপস্থিত ছিলেন শিবসেনা দলের প্রিয়াঙ্কা চতুর্বেদী ও মনোজ ঝা। সেই বৈঠক থেকে যশবন্ত সিনহাকে সমর্থন করার কথাও জানিয়েছিল শিবসেনা দল।
মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিতেই শিবসেনা সাংসদের গলায় শোনা গেল অন্য সুর। আগামী ১৮ জুলাই রাষ্ট্রপতি নির্বাচনে NDA-দলের প্রার্থী দ্রৌপদী মুর্মুকে সমর্থনের কথা জানাল শিবসেনা। সূত্রের খবর, একনাথ শিন্ডের হাতে মহারাষ্ট্রের ক্ষমতা যেতেই শিবসেনা দলের ১৬ জন সাংসদ আদিবাসী রাষ্ট্রপতি পদপ্রার্থী দ্রৌপদী মুর্মুকে সমর্থনের কথা জানিয়েছেন।
আরও পড়ুন: কংগ্রেস ছাড়লেই ৪০ কোটি! গোয়াতেও বিজেপির বিরুদ্ধে দল ভাঙানোর অভিযোগ
জানা গিয়েছে, সোমবার সন্ধ্যায় প্রাক্তন মুখ্যমন্ত্রীর বাসভবন ‘মাতোশ্রীতে’ বৈঠক ডাকেন উদ্ধব ঠাকরে। সেই বৈঠকে উপস্থিত ছিলেন শিবসেনা দলের ১৬ জন সাংসদ। তাঁরাই রাষ্ট্রপতি ভোটে দ্রৌপদী মুর্মুকে সমর্থনের ইচ্ছা প্রকাশ করেছেন। যদিও শিবসেনা দলের তরফে এখনও কোনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি।
মহারাষ্ট্রের শিবসেনা দলের ১৮ জন লোকসভার সাংসদের মধ্যে ১৩ জন রাষ্ট্রপতি নির্বাচনের বিষয়ে একটি গুরুত্বপূর্ণ বৈঠকে যোগ দিয়েছিলেন। তাদের বেশিরভাগই শীর্ষ সাংবিধানিক পদের জন্য বিজেপি-নেতৃত্বাধীন এনডিএ-এর বাছাইকে সমর্থন করার পরামর্শ দিয়েছেন। যাইহোক, রাজ্যসভার সাংসদ সঞ্জয় রাউত বৈঠকের সময় যশবন্ত সিনহাকে জোরালোভাবে সমর্থন করেছিলেন বলে জানা গিয়েছে।
আরও পড়ুন: নদীতে স্নান করতে নামা মাত্রই ৮ বছরের বালককে গিলে খেল কুমির!
উল্লেখ্য, এনডিএ দ্রৌপদী মুর্মুকে রাষ্ট্রপতি প্রার্থী হিসাবে মনোনীত করেছে। অন্যদিকে কংগ্রেস এবং টিএমসি সহ প্রধান অ-বিজেপি দলগুলি প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী যশবন্ত সিনহাকে রাষ্ট্রপতি নির্বাচনের জন্য মনোনীত প্রার্থী হিসাবে নাম দিয়েছে।