দেশের খবর
উদ্ধব ঠাকরে ‘মাফিয়া মুখ্যমন্ত্রী’ ছিলেন, শিন্ডেকে পাশে নিয়ে তোপ BJP নেতার

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে একজন মাফিয়া। রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডের সঙ্গে বৈঠক করে বেরিয়ে ঠিক এ ভাষাতেই শিবসেনা দলের নেতা উদ্ধব ঠাকরেকে তোপ দাগেন বিজেপি নেতা কিরিট সোমাইয়া ( Kirit Somaiya)।
শুক্রবার ওই বিজেপি নেতা টুইটারে একনাথ শিন্ডের সঙ্গে একটি ছবি পোস্ট করেন। আর সেই ছবির ক্যাপশনে তিনি লেখেন,”আজ ‘রিকশাওয়ালা’ সিএম একনাথ শিন্ডের সঙ্গে সাক্ষাৎ হল। তাঁর নতুন পদের জন্য শুভকামনা রইল আমার। মাফিয়া সিএম-এর বদলে মহারাষ্ট্র নতুন মুখ্যমন্ত্রী পেল”।
এদিন মহারাষ্ট্রে বিজেপি নেতা কিরিট সোমাইয়া তাঁর ছেলে নীল সোমাইয়াকে নিয়ে একনাথ শিন্ডের সঙ্গে দেখা করতে যান। আর তারপরই মহারাষ্ট্রের নতুন মুখ্যমন্ত্রীর সঙ্গে তাঁর একটি ছবি টুইটারে শেয়ার করেন। সেখানেই তিনি রাজ্যের সদ্য প্রাক্তন মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরেকে ‘মাফিয়া সিএম’বলে সম্বোধন করেন। তিনি আরও বলেন,”আজ মহারাষ্ট্র মাফিয়া সিএম’র বদলে একজন সৎ নিষ্ঠাবান মুখ্যমন্ত্রী (একনাথ শিন্ডে) পেল। তাঁর জন্য আমার অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইল”।
আরও পড়ুন: মহারাষ্ট্রের পালা বদল, শিন্ডেকে শিবসেনার সব পদ থেকে বরখাস্ত করলেন উদ্ধাব ঠাকরে
আরও জানা গিয়েছে, কিরিট সোমাইয়া এবং তার ছেলে নীল বৃহস্পতিবার বোম্বে হাইকোর্ট থেকে সাময়িক স্বস্তি পেয়েছেন। কারণ, এটি আইএনএস বিক্রান্তের পুনরুদ্ধারের জন্য সংগৃহীত তহবিল প্রতারণার অভিযোগে দুর্নীতির মামলায় তাদের গ্রেফতার করা হয়। সেই মামলা থেকে অন্তর্বর্তী জামিন ১০অগাস্ট পর্যন্ত বাড়ানো হয়েছে।
Met 'Rikshawala' CM @mieknathshinde at Mantralaya today alongwith @NeilSomaiya , expressed Best Wishes & Thanked him for replacing MAFIA CM @BJP4India @BJP4Maharashtra pic.twitter.com/9qDRd6j3tZ
— Kirit Somaiya (@KiritSomaiya) July 7, 2022
প্রসঙ্গত, মহানাটকের পর মহারাষ্ট্রের নতুন মুখ্যমন্ত্রী হয়েছেন একনাথ শিন্ডে। এতকিছুর পরও স্বস্তি নেই। শিবসেনার সমস্ত পদ থেকে একনাথ শিন্ডেকে সরিয়ে দিয়েছেন মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে।
আরও পড়ুন: Big Breaking: মহারাষ্ট্রে আস্থাভোটে জয়জয়াকার একনাথ শিন্ডের
এই বিষয়ে শুক্রবার এক বিবৃতি জারি করে উদ্ধব ঠাকরে জানান, একনাথ শিন্ডের বিরুদ্ধে দল বিরোধী কার্যকলাপের অভিযোগ রয়েছে। তাই তাঁকে দলের সমস্ত সদস্য পদ থেকে সরিয়ে দেওয়া হল। বিবৃতিতে আরও উল্লেখ করা হয়েছে যে, শিন্ডের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। কারন তিনি দলের সদস্যপদও ছেড়ে দিয়েছেন।