দেশের খবর
Big Breaking: মহারাষ্ট্রে আস্থাভোটে জয়জয়াকার একনাথ শিন্ডের

বেঙ্গল এক্সপ্রস নিউজ: মহারাষ্ট্রে আস্থা ভোটে একনাথ শিন্ডের জয়জয়াকার। এখনও পর্যন্ত একনাথ শিন্ডে ১৬৪ জন বিধায়কের সমর্থন পেয়েছেন। আস্থাভোটে জয়ী হলেন একনাথ শিন্ডে। যদিও জল্পনা বাড়িয়ে আস্থাভোটে আসেননি ৫ বিধায়ক। যদিও শক্তিপরীক্ষায় জয়জয়াকার হল শিন্ডে শিবিরের।
জানা গিয়েছে, সোমবার আস্থা ভোটের আগেও উদ্ভব ঠাকরে শিবিরে ভাঙ্গন অব্যাহত ছিল। আস্থা ভোটের আগেই উদ্ভব ঠাকরে শিবির ছেড়ে শিন্ডের শিবিরে নাম লেখান আরেক শিবসেনা বিধায়ক সন্তোষ ভাঙ্গার। এদিন আস্থা ভোট শুরু হতেই কয়েক মিনিটের মধ্যেই ঝড়ের গতিতে শিন্ডের পক্ষে ১২০ ভোট পড়ে যায়। মহা বিকাশ আগাড়ি উদ্ভব শিবিরের পক্ষে থাকলেও শিন্ডে শিবিরের পক্ষে ভোট দিলেন বহুজন বিকাশ আগাড়ি দল।
এদিন আস্থা ভোটে কংগ্রেস, এনসিপি, সমাজবাদী পার্টির বেশ কয়েকজন বিধায়ক ভোট দান থেকে বিরত ছিলেন। শিবসেনার মুখ্য সচেতক ভরত গোগাওয়ালের হুইপের বিরুদ্ধে ভোট দিয়েছেন উদ্ধব ঠাকরে পুত্র আদিত্য।
আরও পড়ুন: পাখির চোখ তেলেঙ্গনা! হায়দরাবাদে হেভিওয়েট নেতা মন্ত্রীদের সঙ্গে BJP-র জাতীয় কর্মসমিতির বৈঠক
প্রাক্তন মুখ্যমন্ত্রী অশোক চৌহ্বান, কংগ্রেসের শীর্ষ নেতা বিজয় ওয়াদেত্তিভার এবং জিশান সিদ্দিকী ভোট দেননি। ফলে তাঁদের ঘিরেও জল্পনা তৈরি হয়েছে। সমাজবাদী পার্টির বিধায়ক আবু আজিম ও এআইএমআইএম-এর এক বিধায়ক শাহ তারিক আনওয়ার ভোটদান থেকে বিরত থেকেছেন। ভোট দেননি এনসিপি বিধায়ক সংগ্রাম জগতপ।
আরও পড়ুন: মহারাষ্ট্রের পালা বদল, শিন্ডেকে শিবসেনার সব পদ থেকে বরখাস্ত করলেন উদ্ধাব ঠাকরে
প্রসঙ্গত, বৃহস্পতিবার, একনাথ শিন্ডে মহারাষ্ট্রের ২০তম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। যখন মহা বিকাশ আঘাদির পতনের মাত্র ২৪ ঘন্টা পরে, বিজেপির দৃঢ়চেতা নেতা দেবেন্দ্র ফড়নবিশ উপ-মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন। এদিকে গত বৃহস্পতিবার সন্ধ্যায় ফড়নবিশ ঘোষণা করেছিলেন যে, শিন্ডে যিনি শিবসেনার বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন। তিনি নতুন মুখ্যমন্ত্রী হবেন। শুধুমাত্র তার অবস্থান পরিবর্তন করতে এবং ডেপুটি মুখ্যমন্ত্রী হবেন। তার দলের কেন্দ্রীয় নেতৃত্বের নির্দেশে।